স্ক্রিপ্ট রাইটিং শুধু সিনেমার স্ক্রিপ্ট লেখাতেই প্রয়োজন হয়না। স্ক্রিপ্ট রাইটিং
প্রয়োজন হতে পারে, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের, বিজনেস ভিডিও তৈরি করতে,
ডকুমেন্টারি কন্টেন্ট তুলে ধরতে।
৫টি সহজ উপায়ে স্ক্রিপ্ট লেখার উপায় গুলো জেনে নিয়েই এগিয়ে যান সবার আগে। কারন এই
৫টি বিষয়ে খেয়াল করে যদি ভিডিও বানান, ওই ভিডিও কেউ পুরোটা না দেখে অন্য ভিডিওতে
যেতেই চাইবেনা।
কি কি ক্ষেত্রে প্রয়োজন
আপনার স্বাভাবিক প্রায় সকল ধরণের কাজেই এই গুলো ব্যবহার করে দেখতে পারেন। স্টোরি
টেইলিং যেকোনো জায়গায় ব্যবহার করলে আপনি সফল হবেন এইটা নিশ্চিত।
- গল্প লেখা
- নাটক - সিনেমা লেখা
- উপন্যাস লেখা
- প্রোডাক্ট ভিডিও স্ক্রিপ্ট লেখা
- ইউটিউব ভিডিও বানানো
- তথ্যমূলক ভিডিও স্ক্রিপ্ট লেখা সহ
- আরো বিভিন্ন কাজে লাগাতে পারবেন।
আপনি যদি একজন ব্যবসায়ী হোন আপনার প্রোডাক্ট ভোক্তার কাছে তুলে ধরতেও আপনার
স্ক্রিপ্ট লেখার প্রয়োজন, আমরা অনেকেই কোনো চিন্তাভাবনা ছাড়াই ভিডিও বানাই, যার
কারণে আমাদের ভিডিও বা যেকোনো কন্টেন্ট কেউ দেখেনা।
আকর্ষণীয় গল্প তৈরি করার ৫ টি ধাপ |
আকর্ষণীয় স্ক্রিপ্ট লেখার উপায়
ভিডিও বানানো শুরু করার আগেই খাতা কলম নিয়ে বসতে হবে আপনাকে, কারণ আমরা
স্ক্রিপ্ট লিখবো। আপনি কি বিষয়ে লিখবেন তা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিন,
নয়তো খাতার উপরে অবশ্যই শিরোনাম লিখে নিন। তাহলে আপনার লেখা শুরু করতে
সহজ হবে।
এবার আপনি নিচের ধাপ গুলো অনুসরণ করে পুরো স্ক্রিপ্টটি লিখে নিন।
১ ) ব্যাখ্যা করুন ( Exposition )
আপনি যে বিষয়ে লিখতে চান, তার পরিবেশ, প্রধান চরিত্র এবং পুরো স্ক্রিপ্ট টা যার উপর ভিত্তি আগানো হবে তার সম্পর্কে ব্যাখ্যা করুন।যে ভিডিওটি দেখছে, তাকে অনেকটা পরিচিত করান এই পুরো ভিডিও সম্পর্কে।
২ ) উত্তেজনা তৈরি করুন ( Rising Action )
ব্যাখ্যার পর পরই উত্তেজনার দিকে ধিরে ধিরে এগিয়ে নিয়ে যেতে হবে, যেখানে
কন্টেন্টের জটিল বিষয়গুলোর জট খুলতে শুরু করবে। এবং নতুন কিছু চ্যালেন্জ তৈরি
করতে হবে যা লক্ষ্য অর্জনের পথ বাধাপ্রাপ্ত হবে।
৩ ) চূড়ান্ত ঘটনা ( Climax )
গল্পের বা ভিডিও কন্টেন্টের প্রধান অংশ এই Climax অংশ। এই অংশতেই প্রধান
চরিত্রের ও চ্যালেন্জের চুড়ান্ত মোকাবেলার ঘটনা ঘটবে। চূড়ান্ত ঘটনার উপরই
নির্ভর করবে পরিণতি ও সমাধান কি হবে।
৪ ) পরিণতি ( Falling Action )
চূড়ান্ত ঘটনার পর পরই আস্তে আস্তে উত্তেজনা কমতে শুরু করবেন। পরিণতি অংশে
ঘটনা গুলোকে সমাধানের দিকে নিয়ে যেতে হবে।
৫ ) সমাধান ( Denouement )
সমাধান গল্পের বা ভিডিও কন্টেন্টের শেষের অংশ যা খুব গুরুত্বপূর্ণ। এই অংশের উপর নির্ভর করবে সে কতটা খুশি অনুভুত হবে।
সমাধান অংশে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া চেস্টা করবেন। গল্পের
শেষের আপনি দূঃখ দিয়েও শেষ করতে পারেন, নয়তো সুখের বিষয় দিয়েও শেষ করতে পারেন।
তবে আপনার উদ্দেশ্যের মাধ্যমে শেষ করাটা যৌক্তিক হবে। মনে রাখবেন, অবশ্যই এখানে
উল্লেখিত ৫টি বিষয়ে মিল রেখেই পুরো গল্প বা স্ক্রিপ্ট সাজানোর চেস্টা করবেন। এই
গুলো সাজাতে গিয়ে গল্প সুন্দর না হলে কোনো লাভে আসবেনা। তাই গল্প সুন্দর ও ৫টি
বিষয় মিল রেখেই লেখার চেস্টা করুন।
স্ক্রিপ্ট লেখা শেষ হলে ভিডিও তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন।
মজার বিষয়,
এই পুরো ব্লগটি উক্ত ৫টি নিয়ম মেনেই লেখা যার কারণেই আপনি হয়তো অনেকটা সহজে
পড়তে ও বুঝতে পারছেন।
লেখাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন, আপনার কাজ আরো সহজ ও ক্রিয়েটিভ
করতেই আমাদের এই ছোট চেস্টা।