ইংরেজি বর্ণ (Alphabets) মিলিত হয়ে, বলা ও লেখা যার এবং নির্দিষ্ট অর্থ আছে এমন
সকল বর্ণ গুচ্ছকে Word বলে।
প্রতিটি ভাষার ক্ষেত্রে বর্ণ ( Alphabets ) জানার পর বর্ণ দিয়ে তৈরি শব্দ ( Word )
জানার প্রয়োজন হয়। ইংরেজিতেও আমরা এমনটাই করি।
Word কাকে বলে কত প্রকার ও কি কি |
Word (শব্দ) -এর বৈশিষ্ট্য
ইংরেজি শব্দের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যা ইংরেজি ওয়ার্ড তৈরি করতে সাহায্য করে।
- একটি বর্ণ বা বর্ণের সমষ্টি থাকতে হবে। যেমন, A (একটি), BOOK (বই)
- মনের চিন্তাধারার একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করা যাবে।
- Vowel (স্বরবর্ণ) এবং Consonant (ব্যঞ্জনবর্ণ) দিয়ে Word তৈরি হয়।
- একটি Word এর মধ্যে কমপক্ষে একটি Vowel বা Semi-Vowel থাকতেই হবে। যেমন, Sky (Semi-Vowel), Cat
English Word |
ইংলিশে শব্দ কয় ধরণের আছে
ইংলিশে শব্দ ৮ ধরণের আছে। এই গুলোকে Part of Speech (বাক্যের অংশ) বলা হয়।
- Noun ( নাম )
- Pronoun ( সর্বনাম )
- Adjective ( বিশেষণ )
- Verb ( ক্রিয়া )
- Adverb ( ক্রিয়াবিশেষণ )
- Preposition ( অব্যয় )
- Conjunction ( সংযোগ )
- Interjection ( আবেগসূচক )
ইংলিশ সংক্রান্ত আরো পোস্ট পড়তে 🔖 Grammar লেভেল এ ক্লিক করুন। ব্লগটি পড়ার পর যদি উপকৃত অনুভব করেন তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ব্লগ পড়ে যদি আপনারা কিছু শিখতে পারেন তবেই আমাদের স্বার্থকতা।
এই সংক্রান্ত আরো পোস্ট
- Syllable কাকে বলে ( অধিকাংশ লোকেই জানেই না )
- ইংরেজি শেখার সহজ উপায়