ফেসবুকে যারা বিজনেস করে তাদের মধ্যে বেশির ভাগ লোকেই জানেনা, কিভাবে সঠিক উপায়ে ফেসবুক বুস্ট করতে হয়। যার কারণে ডলার ঠিকই খরচ হয় তবে আপনার বিজনেস গ্রো করেনা। অনেকে বিজনেস বন্ধ করতে বাধ্য হয়। তাই আমরা জানবো ফেসবুক বিজনেস এড ম্যানেজার ও সাধারণ বুস্টিং এর মধ্যে পার্থক্য ও সঠিক বিস্তারিত উপায়।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Follow করুন।
সাধারণ বুস্টিং বা Boost Post
যারা কোনো এজেন্সির মাধ্যমে বা নিজে নিজে বুস্ট করে থাকেন, তারা সবচেয়ে বেশি Boost Post করে থাকে। যা বিজনেস এর জন্য অনেক বড় ভুল। পোস্টের নিচে Boost Post বাটনের মাধ্যমে বুস্ট করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ অপশন পাবেন না।সাধারণ উপায়ে বুস্টিং করা |
যার কারণে সঠিক ভাবে আপনার এড প্লেসমেন্ট বা টার্গেটিং করতে পারবেন না। সঠিকভাবে টার্গেটিং ও প্লেসমেন্ট না করার কারণে আপনার বিজনেস গ্রো তো করবেই না। অন্যদিকে আপনার সেলস দিন দিন ডাউন করতে থাকবে। প্রতিনিয়ত শুধু শুধু ডলার খরচ হবে।
বিজনেস এড ম্যানেজার দিয়ে বুস্টিং
সঠিকভাবে বিজনেস এড ম্যানেজার এর মাধ্যমে বুস্টিং করার কারণে আপনার প্রতিদ্বন্দ্বীর থেকে মার্কেটিং এ এগিয়ে থাকবেন। একই বিজনেস অন্য কেউ করলেও তাদের সেল আপনার তুলনায় অনেক কম হবে, কারণ তারা সঠিক উপায়ে বুস্টিং না করার কারণে সঠিক অডিয়েন্সদের কাছে তাদের এডটি যাচ্চেনা।
বিজনেস এডম্যানেজার ক্যাম্পেইন পেজ |
আপনি যখন বিজনেস এডম্যানেজার ব্যবহার করবেন তাদের থেকেও এডভ্যান্স অনেক অপশনের মাধ্যমে আপনার সঠিক কাস্টমারের কাছে আপনার এডটি নিয়ে যেতে পারবেন। তার কারণে আপনার সেলস বারবে খুব দ্রুতই।
এজেন্সির সহায়তা
আপনার বিজনেস সম্পর্কে সুন্দর গাইডলাইন দিয়ে যখন কোনো এজেন্সির মাধ্যমে বিজনেস এডম্যানেজার এর মাধ্যমে এড দিবেন তখন আপনার বিজনেস আসলেই উন্নতি হবে, যেসব এজেন্সি গুলো প্রতিনিয়ত এই সার্ভিস দিয়ে থাকে তারা যতটা এক্সপার্ট হয় তা সাধারণ কেউ হতে পারেনা।
ভালো মেটা এক্সপার্ট সব সময় ফেসবুকের এলগরিদম আপডেট সম্পর্কেও ধারণা রাখে সে প্রতিনিয়ত কোন বিষয়ে ভালো রেসপন্স আসতেছে, প্রতিনিয়ত দেখে। যার কারণে যারা প্রতিনিয়ত কাজ করে তাদের বিয়ে বুস্ট করালে ভালো সার্ভিস অবশ্যই আশা করা যায়।
যদি আপনি মনে করেন ভালো মেটা এক্সপার্ট পাবো কোথায়। তবে আমাদের রিকমান্ডেশন থাকবে, TeamWS এর মেটা মার্কেটার এক্সপার্ট এর সহায়তা নেওয়া। TeamWS এর দক্ষ মেটা এক্সপার্টদের ৫০০০+ কম্পানির সাথে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
WS টিমে বিভিন্ন সার্ভিসের পাশাপাশি সফলতার সাথে বিভিন্ন কোম্পানির মেটা মার্কেটিং সার্ভিস ও দিয়ে আসছে। তাই আপনিও নিশ্চিন্তে নিতে পারেন তাদের সার্ভিস।
TeamWS যোগাযোগ
📞Phone: 01645491118 (WhatsApp)
📲WhatsApp Link: WS WhatsApp
📩Mail: info@webmastersamrat.com
🌏Website: https://webmastersamrat.com
উপরের যেকোনো মাধ্যমে যোগাযোগ করলেও তারা রেসপন্স করবে। তবে হোয়াটসএপস এ যোগাযোগ করলে আরো দ্রুত রেসপন্স পাওয়া যায়।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের স্বার্থকতা।
আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং,
এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।