সেলস ফানেল খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি সঠিক ভাবে বিজনেস করতে চান। সেলস ফানেল বাদে বিজনেস করলে আপনার সঠিক লক্ষে পৌছানো কখনই সম্ভব না। তাই সঠিক সেলস ফানেল সম্পর্কে জানতে হবে, এই পুরো ব্লগে সেলস ফানেলের ধাপ ও বিস্তারিত গুরুত্ব এবং সঠিক সেল ফানেল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Followকরুন।
সেলস ফানেল কি
সেলস ফানেল হলো, একপ্রকার মার্কেটিং মডেল। আপনার প্রোডাক্ট ক্রেতা পর্যন্ত পৌছানোর জন্য যে ধাপ গুলো অনুসরণ করবেন তাই সেলস ফানেল।সেলস ফানেল বিভিন্ন রকম হতে পারে। তবে এই ফানেলের বেসিক বিষয়গুলো একই থাকে।
সেলস ফানেলের ধাপ বিস্তারিত
সেলস ফানেলে যে বেসিক ৪টি ধাপ রয়েছে, তা একটি সেলস করতে খুবই গুরুত্বপূর্ণ। যখন কেউ কোনো কিছু ক্রয় করে তার মধ্যে এই ৪টি ধাপ হওয়া পরেই কিনে থাকে। আপনি যদি এইভাবে মার্কেটিং বা বিজনেস মডেল না করেন। তবে আপনি প্রতিনিয়ত কাস্টমার হারাবেন।Awareness (অবগত) করা
আপনি প্রোডাক্ট সম্পর্কে সবাইকে জানান দিতে হবে। এক কথায় প্রথমে পরিচিত করতে হবে। যদিও অনেক প্রোডাক্ট অনেকেই চিনে, তবুও আপনি যে নির্দিষ্ট প্রোডাক্ট সেল করতে চান, তা আপনার অডিয়েন্সদের জানাতে হবে।
Interest (আগ্রহ) হওয়া
Awareness করার পর অনেকেই Interested হবে। তারমানে আপনি সেলস পাওয়ার দ্বিতীয় স্তরে আছেন। আর একটা ধাপ পার হতে পারলেই সেল আশা সম্ভবনা অনেক গুনে বেশি।Desire (সিদ্ধান্ত) নিবে
কাস্টমার যখন আগ্রহী হবে তখন সে সিদ্ধান্ত নিবে যে সে প্রোডাক্ট টা কিনবে কি, কিনবে না। এইটাই লাস্ট স্তর। এই সিদ্ধান্ত ফাইনাল হলে সে ক্রয় করে নিবে।
Action (ক্রয় কার্য) করা
সব গুলো ধাপ একজন কাস্টমার যখন পারফেক্ট ভাবে কাটিয়ে আসছে। সে অবশ্যই প্রোডাক্ট কিনবে। তখনই আমাদের বিজনেসে সেলস জেনারেট করতেছি।গুরুত্বপূর্ণ কেন সেলস ফানেল
আমরা অনেকেই সরাসরি সেল জেনারেট করতে চাই, তবে যখন একজন কাস্টমারকে হটাৎ করে কিনতে বলা হয়, তার মধ্যে অধিকাংশই কিনবে না।আপনি নিজের কথাই চিন্তা করেন, আপনি হটাৎ কোনো প্রোডাক্ট দেখেই কিনতে চান কিনা?
আপনিও কিন্তু মনের অজান্তে হলেও উপরের ৪টি ধাপে কোনো কিছু কিনে থাকেন। তাই আপনি যদি নিজেও এই ৪টি ধাপে প্রোডাক্ট কিনেন তবে কেন আপনার কাস্টমার রা হটাৎ করে প্রোডাক্ট কিনবে?
যারা ফেসবুকে বিজনেস করেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেলস ফানেলটি কারন ফেসবুক নির্দিষ্ট উপায়ে এই সেলস ফানেল সাজিয়ে বেশি বেশি সেলস জেনারেট করা যায়। আপনি চাইলে দক্ষ ফেসবুক মার্কেটারের মাধ্যমে সেলস ফানেল অনুযায়ী মার্কেটিং করতে পারবেন।
মার্কেটিং এর জন্য দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি অদক্ষ মার্কেটার এর মাধ্যমে সেলস মার্কেটিং করতে চান তবে সেইটা হবে সবচেয়ে বড় ভুল কাজ। দক্ষতা ছাড়া কোনো বিজনেস উন্নয়ন হয়না।
সেলস ফানেল মার্কেটিং সহযোগিতা
সঠিক উপায়ে সেলস ফানেল তৈরি করতে না পারলে, আপনার কাস্টমারগণ অন্য কোথাও চলে যাবে। আপনি সেলস পাবেন না।
তরল কিছু বোতলে ঢালতে আমরা চোঙা ব্যবহার করি। এই চোঙাটাকে ইংরেজিতে ফানেল বলা হচ্ছে।
যদি চোঙাটা ফুটা থাকে, তবে সেই তরল গুলো চারদিকে ছড়িয়ে পড়বে। তাই ফানেল তৈরি করলে ভালোভাবে তৈরি করতে হবে। তরল (কাস্টমার) চারিদিকে ছড়িয়ে পড়বে। আমাদের বোতলে পড়বেনা, অর্থাৎ আমাদের সেলস জেনারেট হবেনা।
তরল কিছু বোতলে ঢালতে আমরা চোঙা ব্যবহার করি। এই চোঙাটাকে ইংরেজিতে ফানেল বলা হচ্ছে।
যদি চোঙাটা ফুটা থাকে, তবে সেই তরল গুলো চারদিকে ছড়িয়ে পড়বে। তাই ফানেল তৈরি করলে ভালোভাবে তৈরি করতে হবে। তরল (কাস্টমার) চারিদিকে ছড়িয়ে পড়বে। আমাদের বোতলে পড়বেনা, অর্থাৎ আমাদের সেলস জেনারেট হবেনা।
চোঙা মডেলে বিজনেস বুঝতে পারা |
তাই দক্ষ মেটা মার্কেটার এর সহযোগিতা নিন। যদি দক্ষ মেটামার্কেটার না পেয়ে থাকেন তবে TeamWS এর মাধ্যমে করাতে পারেন। তাদের রয়েছে, ডেডিকেটেড মেটা মার্কেটার।
TeamWS এর হেল্পলাইন ও যোগাযোগঃ
Email: info@webmastersamrat.com
Website: https://webmastersamrat.com
Mobile: 01645491118 (WhatsApp)
যেকোনো প্রশ্ন ও পরামর্শের জন্য উপরের যোগাযোগ মাধ্যমে জানতে পারবেন। ইনশাআল্লাহ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের স্বার্থকতা।
আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং,
এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।