গিট রিপোজিটরি থেকে ফাইল বা ডিরেক্টরি Remove করতে Git Remove বা git rm কমান্ড
ব্যবহার করতে পারেন। Git Remove করার আরো কিছু উপায় রয়েছে।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Follow করুন।
Git Remove কেন করতে হয়
Git রিপোজিটরিতে ভুল ভাবে যদি কোনো কিছু কমিট বা সেভ করা হয়ে থাকে। তা যদি Git Repository থেকে রিমুভ করতে চান সেই সকল ক্ষেত্রে সাধারণত Git Remove ব্যবহার করা হয়ে থাকে।আরো যে যে কারণে গিট রিমুভ করা হয়ে থাকে তার মধ্যে অন্যতমঃ
- অদরকারি ডিরেক্টরি ও ফাইল যা আপনার আর ব্যবহার করার দরকার নাই।
- যে ফাইল গুলো আপনার প্রয়োজন নাই সেগুলো রিমুভ করে ফাইল সাইজ কমানোর ক্ষেত্রে
- ভুল ভাবে কমিট করার পর
GIT Remove |
Git Remove করার উপায়
Git Remove করার কয়েক প্রকার উপায় রয়েছে। আমরা খুব দরকারি উপায় গুলো জানবো যাতে করে কাজ করতে তেমন কোনো সমস্যায় না পড়তে হয়। যখন যেমন প্রয়োজন তখন তেমনই ব্যবহার করতে পারবো।ফাইল রিমুভ করাঃ
রিপোজিটরি হতে ও লোকাল স্টরেজ হতে একটি ফাইল ডিলিট করতে নিচের কমান্ডটি ব্যবহার
করতে পারেন।
git rm filename
ফোল্ডার রিমুভ করাঃ
পুরো একটি ফোল্ডার যখন ডিলিট করার প্রয়োজন হবে তখন নিচের কমান্ডটি ব্যবহার করতে
পারবেন। তবে এই কমান্ডের মাধ্যমে লোকাল স্টোরেজ ও রিপোজিটরির ফাইল ডিলিট হবে।
git rm -r directoryname
লোকাল ফাইল বাদে রিমুভ করা
আমরা যদি চাই যে লোকাল স্টোরেজে ফাইল গুলো থাকুক তবে লোকাল রিপোজিটরি থেকে
ফাইলটা ডিলিট হয়ে যাক। তবে নিচের কমান্ডটি ব্যবহার করতে পারেন।
git rm --cached filename
একাধিক ফাইল রিমুভ করা
আপনি যদি একবারে একের অধিক ফাইল রিমুভ করতে চান তবে নিচের মাধ্যমে ফাইল ডিলিট করতে পারবেন।git rm file1 file2 file3
ফাইল বা ডিরেক্টরি রিমুভ করার পর আবার
Git Commit
করুন। যাতে করে গিট রিপোজিটরিতে আপনার বর্তমান অবস্থা সেভ করতে পারেন।
গিট সম্পর্কে আরো পড়ুনঃ
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।