গ্রামার এর অনেক কিছু জানলেও Syllable কাকে বলে তা অনেকেই জানেনা। আমরা গত
ব্লগপোস্টে জানার চেস্টা করেছিলাম, Alphabet কাকে বলে কত প্রকার ও কি কি।
আমরা জেনেছিলাম, Vowel ও Consonant মিলে Syllable তৈরি হয়, আপনাদের জানার
সুবিধার্থে আজ সহজে জানার চেস্টা করবো, syllable কাকে বলে কত প্রকার।
Syllable কাকে বলে
Syllable হলো কোনো ইংরেজি শব্দের যতটুকু শব্দ একসাথে উচ্চারণ করা যায় তাই
Syllable.
অন্যভাবে বলা যায়,
কোনো ইংরেজি শব্দের উচ্চারণ করতে যতবার ভেঙ্গে বলা যায় তাকেই Syllable বলা
হয়।
- Include = In + clude
- Divide = Di + vide
- Decide = De + cide
- Provide = Pro + vide
- Inside = In + side
- Outside = Out + side
- Abide = A + bide
- Confide = Con + fide
- Deride = De + ride
- Guide = Gui + de
- Teacher = Tea + cher
- Singer = Sin + ger
- Actor = Ac + tor
- Writer = Wri + ter
- Player = Play + er
- Painter = Paint + er
- Dancer = Dance + er
- Runner = Run + ner
- Speaker = Speak + er
- Listener = List + en + er
উপরে সব ধরণের syllable মিক্স করে দেওয়া হয়েছে। Syllable এর আলাদা ভাগ গুলো
নিচে দেওয়া হয়েছে।
Syllable কত প্রকার ও কি কি
মনোসিলেবল (Monosyllable): এই ধরনের শব্দে একটি সিলেবল আছে।
উদাহরণস্বরূপ, "cat", "dog", "run", "bat", "pen", "top", "sun" and "fish"
ডিসিলেবল (Disyllable): এই শব্দে দুটি সিলেবল আছে।
উদাহরণস্বরূপ, "apple", "table", "happy", "Mother", "Summer", "Window"
and "Guitar"
ট্রিসিলেবল (Trisyllable): এই শব্দে তিনটি সিলেবল আছে
উদাহরণস্বরূপ, "banana", "elephant", "camera" , "chocolate" ,
"butterfly" , "adventure" and "umbrella"
পলিসিলেবল (Polysyllable): এই ধরনের শব্দে চার বা তার অধিক সিলেবল থাকতে
পারে, উদাহরণস্বরূপ, "university", "communication",
"complicated", "Complication" , "International" , "Understanding" and
"Unbelievable"
Syllable কাকে বলে উদাহরণ সহ সহজে উপায়ে বিস্তারিত জানানোর চেস্টা করলাম।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।