আমাদের অনেকেরই ভিসা কার্ড থাকেনা, ভিসা কার্ড বা মাস্টার কার্ড তৈরি করাটাও সহজ
নয়। তাই অনেকে ফেসবুকে ব্যবসা করতে বিভিন্ন ঝামেলায় থাকেন। তাই সবাই খোঁজ করেন,
কিভাবে বিকাশ দিয়ে পেজ প্রমোট করা যায়।
যদি আপনার বিকাশ একাউন্ট ব্যবহার করেই আপনি
বুস্ট করতে পারেন
তবে কেমন হয়? অবশ্যই মন্দ হবেনা।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত!
উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে
গুগল নিউজে ★ Follow করুন।
বিকাশ দিয়ে পেজ প্রমোট
বিকাশ দিয়ে পেজ প্রমোট করতে কোনো ঝামেলা ছাড়াই প্রমোট করতে পারবেন এর জন্য আপনার
কোনো ক্রেডিট বা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবেনা। নিচের দেখানো
পদ্ধতিতে আপনার বিকাশ একাউন্ট এর টাকা ব্যবহার করেই আপনি আপনার পেজ প্রমোট
করতে পারবেন।
তাহলে নিচের মতো পেজে আসবে, ওখান থেকে আপনার যত ডলার প্রয়োজন সেইটা সিলেক্ট করুন।
এখানে ১০ ডলারের জন্য দেখানো হলো।
১০ ডলার বুস্টিং সার্ভিস
|
১০ ডলারের প্যাকেজ সিলেক্ট করার পর নিচের মতো পেজ আসবে। এই পেজের প্রথম বক্সে
আপনার পোস্ট লিংক বা পেজের লিংক দিবেন। যদি আপনার পোস্ট বুস্ট করতে চান তবে
অবশ্যই পোস্ট লিংক দিবেন আর যদি পেজ প্রমোট করতে চান তবে আপনার পেজ লিংক
দিবেন।
তারপরের বক্সে আপনি কি ধরণের Campaign চান তা সিলেক্ট করুন
যদি আপনি চান আপনার পেজে লাইক বা ফ্লোয়ার নিতে তবে Page like/ Follow সিলেক্ট করবেন
আপনি ম্যাসেজ এড দিতে চান তবে Message সিলেক্ট করবেনশুধু রিচ বারাতে চাইলে Reach সিলেক্ট করুনঅর্ডার নাও বাটন দিয়ে বুস্ট করতে চাইলে Order Now সিলেক্ট করুন।
বুস্টিং করার প্রয়োজনীয় তথ্য দেওয়ার আগে |
নিচের ছবির মতো আপনার বুস্টিং করার জন্য প্রয়োজনীয় তথ্য দিন। তারপর Buy Now লাল
বাটনে চাপ দিন। তাহলে পরের পেজে চলে যেতে পারবেন।
বুস্টিং করার তথ্য দেওয়ার পরে |
খুব দ্রতই আপনার সাথে যোগাযোগ করা হবে। চাইলে আপনিও তাদের সাথে যোগাযোগ করতে
পারবেন। ওখানে দেওয়া মোবাইল নম্বর বা ফেসবুক ও হোয়াটসএপে।
এভাবে খুব সহজে আপনার ব্যবসার জন্য বুস্টিং করাতে পারবেন। আপনার প্রোডাক্ট এর
জন্য সঠিক টার্গেটিং করে আপনার বুস্টিং করা হবে। যাতে আপনি আপনার টার্গেটেড
কাস্টমার পেতে পারেন।
কিভাবে মোবাইলদিয়ে বুস্ট করবেন তা বুঝতে পারবেন এই ভিডিওতে।