BDIX হোস্টিং এর নাম শুনেই বুঝা যাচ্ছে। এই হোস্টিং এর ডাটাসেন্টার বাংলাদেশে।
BDIX এর Full form হলোঃ Bangladesh Internet Exchange. কিছুক্ষেত্রে BDIX হোস্টিং
এর গুরুত্ব রয়েছে আবার কিছু ক্ষেত্রে এর অসুবিধাও রয়েছে।
BDIX Hosting কি?
BDIX হোস্টিং এর সার্ভার লোকেশন বাংলাদেশে। যে দেশে সার্ভার লোকেশন থাকে ওই দেশ
থেকে কম লেটেন্সিতে ব্রাউজ করা যায়। আর এই কারণেই বাংলাদেশে এইটার চাহিদা বেশি।
আপনার নিউজ পোর্টাল, ব্লগ বা ই-কমার্স ওয়েবসাইট যে ধরণের ওয়েবসাইটই হোক,
BDIX Hosting তখনই প্রয়োজন হবে যখন নিচের ৫টা লিস্টের সাথে মিল যাবে।
- ওয়েবসাইটের টার্গেটেড ভিজিটর যদি বাংলাদেশ হয়। যেমন, বাংলা নিউজ পোর্টাল তো বাংলাদেশ থেকেই বেশি পড়া হয়।
- আপনার ই-কমার্স ব্যবসা যদি বাংলাদেশে জন্য হয়।
- ওয়েবসাইটের লোডিং স্পিড বৃদ্ধি করতে চাইলে। যা ব্রাউজিং লেটেন্সি কমাতে সাহায্য করে।
- ভিজিটরদের স্মুথ ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করতে।
- বিদেশি ডাটা সার্ভার ব্যবহার করতে না চাইলে।
BDIX Hosting কিভাবে কাজ করে
ভিজিটর ও হোস্টিং এর দুরত্ব যত বেশি হবে তত লেটেন্সি বৃদ্ধি পাবে যার কারণে
ওয়েবসাইট প্রচুর লোড নিবে, যেহেতু হোস্টিং বাংলাদেশে সেহেতু বাংলাদেশ থেকে ভিজিট
করলে স্পিডি হবে।
যদি বিদেশি ডাটাসেন্টারে আপনার ওয়েবসাইট হোস্ট করেন তখন বাংলাদেশ থেকে ভিজিট করলে
স্লো হবে কারন অনেকদূর থেকে আপনার ওয়েবসাইট ব্রাউজারে লোড হচ্ছে।
আমাদের দেশের বেশিরভাগ ওয়েবসাইট হোস্ট করা করা হয় USA ও UK হোস্টিং সার্ভারে। যা
ব্যবহার করা উচিৎ বিদেশি টার্গেটেড ওয়েবসাইটে।
BDIX হোস্টিং যে কারণে ব্যবহার করা উচিৎ নয়
যদি আপনার ওয়েবসাইটের ভিজিটর বাইরের দেশের হয় তবে বাইরের দেশের হোস্টিং ইউজ করলে
ভালো হবে। সেইক্ষেত্রে BDIX হোস্টিং ব্যবহার করলে অণ্যদেশ থেকে এই সাইটে ঢুকলে
তাদের কাছে স্লো হবে।
তাই বাংলাদেশ কেন্দ্রিক ওয়েবসাইটের জন্য অবশ্যই BDIX Hosting ব্যবহার করা উচিৎ।
BDIX Hosting কিভাবে কিনবেন?
বিডিআইএক্স হোস্টিং বর্তমানে বাংলাদেশের অনেক হোস্টিং প্রোভাইডাররা সেল করে।
যাদের সার্ভিস আপনার ভালো লাগবে সেখান থেকেই আপনি নিতে পারেন।
হোস্টিং নেওয়ার কারোর কাছে শুনে নিবেন যে তারা কোথা থেকে নিয়েছে এবং তারা কেমন
সার্ভিস পাচ্ছে। কারন হোস্টিং তো প্রতিনিয়ত চেন্জ করবেন না। আজেবাজে হোস্টিং
কোম্পানির থেকে হোস্টিং নিলে পরে বিপদের শেষ থাকবেনা।
আমার রিকমান্ডেশন থাকবে আপনি WS Hoster থেকে BDIX হোস্টিং নিন। ভালো সার্ভিস
পাবেন তাও সুলভ মুল্যে।
ভালো কোম্পানি থেকে হোস্টিং কিনলে কোনো সমস্যা হলে তারা খুব দ্রুত সাপোর্ট দিয়ে
থাকে। হোস্টিং এর মধ্যে বিভিন্ন ফিচার থাকে তা এমনিতে বুঝা যায়না। হোস্টিং নেওয়ার
পর দেখা যায় দরকারী ওই সকল ফিচার নাই।
তাই বুঝে শুনে হোস্টিং নিবেন অবশ্যই।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল করুন।