ফেসবুক বুস্টিং মেটা মার্কেটিং এর অংশ। মেটা কোম্পানির ফেসবুক ও ইনস্টাগ্রামের
মাধ্যমে যে এড প্রচার করা হয়। তা ফেসবুকের ভাষায় BOOST বলা হয়।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Follow করুন।
ফেসবুক বুস্টিং কি?
Boost শব্দের অর্থ উন্নতি করা বা প্রচার করা। আপনি যখন আপনার ফেসবুক
পেজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করেন তখন আপনার প্রোডাক্ট সম্পর্কে যত মানুষ
জানবে তত সেল হওয়ার সম্ভবনা বেশি থাকে৷
তাই ফেসবুক টাকার বিনিময়ে আপনার পোস্টকে অনেক মানুষের সামনে নিয়ে যায়, যা কখনই
এমনিতে যাবেনা।
এক কথায়, টাকার বিনিময়ে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করার মাধ্যমের নামই
বুস্টিং।
আরো পড়ুনঃ সহজে
বিকাশ দিয়ে পেজ প্রমোট
বুস্টিং করার সঠিক উপায় জানুন
ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে। প্রতিনিয়ত নিত্যনতুন ফিচার নিয়ে আসছে। তবুও কিছু
গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকলে আপনার বুস্টিং এর মাধ্যমে আপনি লাভবান হতে
পারবেন।
লক্ষ্যমূলক কন্টেন্ট তৈরি করুন
আপনার কন্টেন্টের মধ্যে সঠিক ভাবে ফটিয়ে তুলতে হবে আপনার উদ্দেশ্য যদি আপনার
কন্টেন্টের মধ্যে আপনার উদ্দেশ্যে সঠিকভাবে ফুটিয়ে তুলতে না পারেন তবে আপনি যতই
বুস্ট করেন আপনার আশানুরূপ সেল জেনারেট করতে পারবেন না।
আপনি বুস্টিং করার উদ্যেশ্য যদি হয় সেল জেনারেট করা তবে আপনার অবশ্যই মনে রাখতে
হবে, কেন আপনার প্রোডাক্ট জনগন পছন্দ করবে, কেন তারা কিনতে চাইবে। আপনি হইলে
কিনতেন কিনা।
এই গুলো মাথায় রেখে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। অবশ্যই আপনার কন্টেন্ট
অপটিমাইজেশন এর দিকে বেশি খেয়াল করতে হবে। যেই কন্টেন্টই হোক ভিডিও কন্টেন্ট বা
টেক্সট ইমেজ কন্টেন্ট।
প্রচারের সঠিক টার্গেটিং করুন
প্রতিটি বুস্ট করার আগে নির্ধারণ করতে হবে কোন ধরণের অডিয়েন্সদের কাছে আপনার
পোস্ট টি পৌছাতে চান। আপনার প্রোডাক্ট অনুযায়ী যদি টার্গেটিং না করতে পারেন তবে
সঠিক অডিয়েন্সদের কাছে আপনার পোস্ট বিজ্ঞাপন পৌছাবেনা যার কারণে আপনার লস
নিশ্চিত।
সঠিক ট্যাগিং এবং হ্যাশট্যাগ ব্যবহার করুন
ফেসবুকের সঠিক ট্যাগ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। সঠিক ট্যাগ ব্যবহারের কারণে
সঠিক অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্ট পৌছে যাবে।
ফেসবুকের লেখা নীল রং করার জন্য Hashtag ইউজ করা ভুল পদ্ধতি।
#Facebook_boosting_sothik_upai (ভুল পদ্ধতি)#facebook #boost #tips #mathod (সঠিক পদ্ধতি)
হ্যাসট্যাগ ব্যবহার করে বুস্টিং করলে ফেসবুক সঠিক অডিয়েন্সদের কাছে সহজে পৌছাতে পারে এতে করে আপনার বুস্টিং খরচ কম হবে। কারন ফেসবুক সঠিক জনগণের কাছে পৌছাতে না পারলে প্রচুর ডলার কেটে নিয়ে থাকে।
আকর্ষণীয় ছবি বা ভিডিও কন্টেন্ট ব্যবহার করুন
আপনার কন্টেন্ট যতই মানুষের কাছেই যাক যদি আপনি দৃষ্টিনন্দন ও ভালো কন্টেন্ট না
দিতে পারেন তবে আপনার বেশি রিচ হয়েও লাভ হবেনা।
যত লোকই আপনার বিজ্ঞাপন দেখুক এতে আপনার কাস্টমার হবেনা।
আপনার কন্টেন্ট এমন বানাবেন যেন আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হয়। কেন আপনার
প্রোডাক্ট কিনবে তা উল্লেখ করুন যাতে কাস্টমার এর মনের সাথে মিল হয়।
অদরকারী অতিরিক্ত লেখা ও কথা ব্যবহার না করা উত্তম।
নির্দিষ্ট সময়ে বুস্টিং করুন
ফেসবুক বুস্টিং করার জন্য আপনার কাস্টমার কোন সময় সক্রিয় থাকে কোন সময় বেশি
কেনাকাটা করে এইগুলো বিশ্লেষন করে ওই সময়ে বিজ্ঞাপন প্রচার করলে আপনি বেশি
লাভবান হবেন।
ওয়েবসাইট লিংক ব্যবহার করুন
আপনার পোস্টের মধ্যে আপনার নির্দিষ্ট ওয়েবসাইট লিংক ব্যবহার করুন যে লিংকে
ক্লিক করলে আরো বিস্তারিত সুন্দর ভাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত
থাকবে। যাতে একজন ক্রেতার অতিরিক্ত জানার চাহিদা পুরণ করতে পারে।
মনে রাখবেন যে আপনার প্রোডাক্ট সম্পর্কে যত বেশি জানতে চাইতেছে আপনার কাস্টমার
হওয়ার সম্ভবনা ততটাই বেশি।
দক্ষ মেটা এডস এক্সপার্টের মাধ্যমে বুস্টিং করুন
আপনি যদি সব কিছু বুঝে মার্কেটিং না করতে পারেন তবে আপনার প্রোডাক্ট কখনই ভালো
সেল হবেনা তাই একজন দক্ষ ফেসবুক এড এক্সপার্ট এর সহযোগিতা নিন। তার কাছ থেকে
জেনে নিন আপনার প্রোডাক্ট এর জন্য কিভাবে মার্কেটিং করলে ভালো ফলাফল আসবে।
ফেসবুক বুস্টিং খরচ কত
ফেসবুকে বুস্টিং করতে আপনার খরচ হবে বর্তমান ডলার রেট এর সাথে ১৫% ভ্যাট।
প্রথমে আপনাকে জানতে হবে, আজ ডলার রেট কত।
তা জানতে গুগলে সার্চ করেন
1usd to bdt লিখে।
গুগলের মাধ্যমে ডলার রেট জানুন |
ডলার রেট অনুযায়ী আপনার
ফেসবুক বুস্টিং খরচ
কমতে বা বাড়তে পারে। তবে আপনার ভ্যাট ১৫%ই থাকবে
বুস্টিং সংক্রান্ত আরো জানতে নিচের এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি
আপনার কাজে লাগবে।
এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার উপকারে আসে তবেই আমাদের
স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা ব্লগিং করে থাকি।
পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল
করুন।