পরীক্ষায় Summary লেখার সহজ মাধ্যম জানা থাকলে খুব সহজে নম্বর পেতে পারবেন। তাই
Summary writing technique নিয়ে ব্লগ নিয়ে আসলাম। এই নিয়ম গুলো আয়ত্ব করতে
পারলে খুব সহজেই পরিক্ষায় সফলতা পাওয়া সম্ভব।
আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। 🥰 আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের Topic এ আপনাকে স্বাগত! উইকিজানা ব্লগে প্রযুক্তিগত আপডেট থাকতে গুগল নিউজে ★ Followকরুন।
Summary লেখার সহজ নিয়ম
পরীক্ষার খাতায় অনেকে Summary সঠিক নিয়মে লেখে না, যার কারনে আশানুরূপ নম্বর পাওয়া যায়না। আজকে ভাবে বিষয়টি দেখানো হবে এতে করে যদি মার্ক ১০ নম্বর হয় তবে ৮ অবশ্যই পাবেন।
আরো পড়ুনঃ Summary লেখার নিয়ম pdf ডাউনলোড করে নিন
Summary লেখার সময় যে বিষয়গুলো লক্ষ রাখবেন
Summary মানে হলো সারমর্ম অর্থাৎ আপনার Passage থেকে এর মূল কথা গুলো লিখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি বেশি লেখে থাকেন তবে নম্বর বেশি না পেয়ে কম পাবেন এমনকি নম্বর নাও পেতে পারেন। তাই সামারি লেখার সঠিক নিয়ম গুলো জেনে বুঝে লিখবেন।- ৫ বাক্য এর বেশি লেখা যাবেনা
- কোনো Numbering করা যাবেনা
- এক প্যারাগ্রাফে সিম্পলভাবে লিখতে হবে ।
- Passage এর ৩ ভাগের ১ ভাগ লিখতে হবে।
- কোনো প্রশ্নবোধক, Example ও Quote করা লেখা লেখা যাবেনা।
- পুরো Passage বুঝে তারপর লেখা শুরু করতে হবে।
- Passage টি কোন খারাপ কোনো বিষয়ে লেখা নাকি ভালো কোনো বিষয়ে লেখা সেইটা বুঝার চেস্টা করতে হবে।
- কোন বিষয়ে Passage টি আছে তা সম্পর্কে জানতে হবে।
- অবশ্যই নিজের ভাষায় লিখতে হবে। তাই নিচের ধাপ গুলো অনুসরণ করুন তাহলে নিজের ভাষাতে লেখা হয়ে যাবে।
- কোনো ভাবেই Passage থেকে হুবহু কপি করা যাবেনা।
Summary লেখার ৫টি ধাপ
Summary লিখতে ৫টি লাইনে লেখা উত্তম। যে ৫টি লাইন আপনি লিখবেন তা প্রতিটি
লাইন কিভাবে লিখবেন তা নিচে বিস্তারিত দেওয়া হলো।
Summary এর প্রথম লাইন লেখার নিয়মঃ
The passage is mainly written about the (importance / effect / curse(অভিশাপ) / Characteristics ) + Of + (মুল শব্দ টা বুঝে লিখতে হবে Passage থেকে যে বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে Passage এ )অথবা
The leading theme of this passage is (Passage এর মূল বিষয়)Summary এর ২য় লাইন লেখার নিয়মঃ
Obviously it is a fascinating and gripping issue which can not go without
our deep attention.
Summary এর ৩য় ও ৪র্থ লাইন লেখার নিয়মঃ
Summary এর ৩য় ও ৪র্থ লাইন লেখার জন্য আপনাকে Passage থেকে গুরুত্বপূর্ণ লাইন
খুঁজে বের করতে হবে। তারপর ওখানের থেকে গুরুত্বপূর্ণ ২ লাইন তুলে দিবে।
তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হুবুহু কপি না হয় তার জন্য একই শব্দের
Synonymous শব্দ ব্যবহার করবেন।
Summary এর ৫ম লাইন লেখার নিয়মঃ
Summary লেখার ৫ম লাইনটা গুরুত্বপূর্ণ কারন সুন্দর করে লেখা শেষ করতে পারলে নম্বর বেশি পাওয়ার সম্ভবনা বেড়ে যায়।
৫ম লাইন বা শেষ লাইন লেখার জন্য আপনাকে আগে বুঝতে হবে Passage টি খারাপ বিষয়ে
লেখা নাকি ভালো বিষয়ে লেখা।
Positive Passage হলেঃ We hare learned a lot of things by reading this
passage and should try to apply in our practical life.
Negative Passage হলেঃ We should be awared about it and should
necessary steps to (Stop / control / check ) it.
Summary writing technique নিয়ে এই ব্লগটি যদি আপনার কাজে লেগে থাকে বা আপনার
উপকারে আসে তবেই আমাদের স্বার্থকতা। আপনাদের জানার চাহিদা মেটাতেই আমরা
ব্লগিং করে থাকি। পরিচিত কাউকে এই তথ্য জানাতে শেয়ার করুন। উইকিজানা
ব্লগে
ফ্রীল্যান্সিং, এডুকেশন ও তথ্যমূলক ব্লগ প্রচার করে থাকে। আরো বিভিন্ন জনপ্রিয় ব্লগ পড়তে নিচে স্ক্রল
করুন।