SSC রেজাল্ট দেখার ওয়েবসাইট গুলো অনেকেই না জেনে সঠিক সময়ে রেজাল্ট দেখতে পারেন না। আপনারা শুধু খোঁজ করতে থাকেন কোন লিংক থেকে রেজাল্ট দিবে। আসলে অনেক সময় আমরা অনেক কিছুই জানিনা। তাই আমরা এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট সম্পর্কে জানবো। এখানে প্রতিটা বোর্ড এর এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট নিয়েও আলোচনা করবো।
SSC রেজাল্ট দেখার ওয়েবসাইট
SSC রেজাল্ট দেখার ওয়েবসাইট আমরা দুইটা পার্টে দেখবো। এডুকেশন বোর্ড এর ওয়েবসাইট থেকে সকল বোর্ড এর রেজাল্ট দেখা যায়। তবে এখানের আসল সমস্যা হলো, সবাই একসাথে যখন রেজাল্ট নিতে যায় তখন সাইট অভারলোড হয়ে যায়।
যার কারণে বারবার চেস্টা করেও রেজাল্ট পাওয়া যায়না। এতে করে অনেক দেরি হয়,
রেজাল্ট পেতে। তাই আপনি এডুকেশন কোর্ড এর ওয়েবসাইটও ট্রাই করবেন পাশাপাশি নিজ
বোর্ডের ওয়েবসাইট ও ট্রাই করবেন।
নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে দ্রুত রেজাল্ট পাওয়া সম্ভব।
এডুকেশন বোর্ড ওয়েবসাইট: http://www.educationboardresults.gov.bd
এডুকেশন রোর্ড এর ওয়েবসাইট এর ওয়েবসাইটে ঢুকতে আপনি আপনার ব্রাউজারে লিখুন
www.educationboardresults.gov.bd তাহলে নিচের মতো ওয়েবসাইট আসবে। অথবা
এখানে ক্লিক
করুন।
তারপর নিচের ছবির মতো Year,Board,Roll,Reg. no, ও ক্যাপচা পূরণ করুন। (সবশেষের
নিচের যে ক্যাপচা আছে ওইটা সাধারনত ছোট কোনো গণিতের সমাধান করে পাশের বক্সে
লিংখতে হয়।)
- Exam এর পাশের বক্স থেকে সিলেক্ট করুন আপনি কোন পরিক্ষার রেজাল্ট দেখবেন। SSC রেজাল্ট দেখার জন্য SS/Dakhil সিলেক্ট করুন।
- আপনি কত সালের পরিক্ষার্থী তা সিলেক্ট করুন।
- আপনার বোর্ড সিলেক্ট করুন।
- আপনার পরিক্ষার রোল লিখুন।
- আপনার পরিক্ষার রেজিস্ট্রেশন নম্বর লিখুন
- তারপর ক্যাপসা পূরণ করুন।
তারপরেই আপনার রেজাল্ট দেখতে পারবেন। যদি সাথে সাথে দেখতে চান বা দ্রুত দেখতে
চান তবে এই সাইটে সমস্যা হতে পারে। কারন এই সাইট বাংলাদেশের সবাই ব্যবহার
করার কারণে সমস্যা হয়।
তাই আপনার নিজের বোর্ড থেকেও রেজাল্ট পাওয়ার চেস্টা করুন। আ
নিজের বোর্ডের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
নিজের বোর্ড এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার বোর্ডের ওয়েবসাইট। তাই আপনাদের সহজ করে দেওয়ার জন্য নিচে সকল বোর্ড এর ওয়েবসাইট লিংক নিচে দিয়ে দিচ্ছি। আপনারা আপনার বোর্ড এর ওয়েবসাইটে প্রবেশ রেজাল্ট দেওয়ার পেজে প্রবেশ করে রেজাল্ট দেখতে পারবেন।http://www.barisalboard.gov.bd/home/
Barisal Board Website
https://web.bise-ctg.gov.bd/bisectg
Chittagong board Website
https://comillaboard.portal.gov.bd/
Comilla Board Website
https://dhakaeducationboard.gov.bd/
Dhaka Education Board Website
http://www.dinajpureducationboard.gov.bd/
Dinajpur Education Board Website
https://www.jessoreboard.gov.bd/
Jessore Board Website
https://www.mymensingheducationboard.gov.bd/
Mymensingh Education Board Website
http://www.rajshahieducationboard.gov.bd/
Rajshahi Education Board Website
https://sylhetboard.gov.bd/
Sylhet Board Website
http://bmeb.ebmeb.gov.bd/
Madarsa board Website
http://180.211.164.133/result_arch/
Technical education board Website
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
মোবাইলে রেজাল্ট দেখার জন্য আপনি অবশ্যই ক্রোম ব্রাউজার ব্যবহার করুন। তাহলে
খুব সহজেই সকল কাজ গুলো করতে পারবেন, এবং সকল ওয়েবসাইটে প্রবেশ করতেও
পারবেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
SMS এর মাধ্যমে এসএসসি রেজাল্ট কিভাবে দেখব?
SSC DHA 123456 2022 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে
রেজাল্ট দেখার লিংক
জ্বি। আপনি উইকিজানা ব্লগে সকল বোর্ডের লিংক দেওয়া আছে।
এসএসসি রেজাল্ট বের করার নিয়ম
SSC রেজাল্ট বের করতে পারবেন, Education Board ও নিজ নিজ বোর্ড এর ওয়েবসাইট থেকে। বিস্তারিত জানতে উইকিজানা ব্লগ পড়ুন।