রেজাল্ট দেখার ওয়েবসাইট
রেজাল্ট দেখার ওয়েবসাইট এ যাওয়ার আগে আমাদের জানতে হবে, তা হলো আপনি কোন
বোর্ডের বা আপনার রোল নম্বর, আপনার রেজিষ্ট্রেশন নম্বর, সহ আরো কিছু
তথ্য।
এই কিছু তথ্য ছাড়া রেজাল্ট পেতে আপনার সমস্যা হতে পারে।
তাই এগুলো নিজের কাছেই রাখুন।
PSC রেজাল্ট দেখার ওয়েবসাইট
পিএসসি পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশ করা হবে, সেদিন www.dpe.gov.bd
বা dperesult.teletalk.com.bd সাইটে রেজাল্ট দেখা যাবে। ওয়েবসাইটে প্রবেশ
করার পর ও Passing Year ও Student ID দিয়ে সাবমিট করুন।
তাহলেই PSC এর রেজাল্ট দেখতে পারবেন।
উপরের সাইট গুলোর প্রবেশ করার লিংক নিচে দেওয়া হলো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট লিংক
http://dperesult.teletalk.com.bd/
মাধ্যমিকের রেজাল্ট দেখার ওয়েবসাইট
মাধ্যমিকের সকল প্রকার রেজাল্ট দেখার জন্য www.educationboardresults.gov.bd
ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। মাধ্যমিকের JSC/JDC, SSC/Dakhil, SSC
(Vocational), HSC/Alim, HSC (Vocational), HSC (BM), Diploma in Commerce ও
Diploma in Business Studies এর রেজাল্ট দেখতে পারবেন।
মাধ্যমিক ওয়েবসাইটের রেজাল্ট দেখতে নিচের বাটনে ক্লিক করুন
www.educationboardresults.gov.bd
এসএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট
এসএসসি রেজাল্ট দেখার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের
মাধ্যমেও দেখতে পারবেন। তবে আরো দ্রুত বা সবার আগে রেজাল্ট দেখার জন্য আপনার
নিজস্ব বোর্ড যদি রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করে তবে আপনার নিজস্ব বোর্ডের
ওয়েবসাইট থেকে দেখে নিন।
কিছু বোর্ডের ওয়েবসাইটে আগে আগে রেজাল্ট দেয়। তারা নির্দিষ্ট টাইমের আগেই
রেজাল্ট প্রকাশ করে থাকে। তাই আপনার নিজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকেও রেজাল্ট
নেওয়ার চেস্টা করুন। নিজস্ব বোর্ডের মাধ্যমে রেজাল্ট গুলো আরো ডিটেইলস এ পাওয়া
যায়।
আপনি যদি আপনার বোর্ডের ওয়েবসাইট না পান তবে নিচে থেকে আপনার বোর্ডের
ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
http://www.barisalboard.gov.bd/home/
Barisal Board Website
https://web.bise-ctg.gov.bd/bisectg
Chittagong board Website
https://comillaboard.portal.gov.bd/
Comilla Board Website
https://dhakaeducationboard.gov.bd/
Dhaka Education Board Website
http://www.dinajpureducationboard.gov.bd/
Dinajpur Education Board Website
https://www.jessoreboard.gov.bd/
Jessore Board Website
https://www.mymensingheducationboard.gov.bd/
Mymensingh Education Board Website
http://www.rajshahieducationboard.gov.bd/
Rajshahi Education Board Website
https://sylhetboard.gov.bd/
Sylhet Board Website
http://bmeb.ebmeb.gov.bd/
Madarsa board Website
http://180.211.164.133/result_arch/
Technical education board Website
National University এর সকল রেজাল্ট দেখার ওয়েবসাইট
National University বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল রেজাল্ট দেখার ওয়েবসাইট টি
ডোমেইন ছাড়া ওয়েবসাইট যার কারণে অনেকের ঢুকতে সমস্যা হয়। এই ওয়েবসাইটে শুধু
হোস্ট আইপি ব্যবহার করা হয়েছে। তাই অনেকে ঢুকতে পারেনা। তবে আপনি নিচের বাটনে
ক্লিক করে খুব সহজে প্রবেশ করতে পারবেন।
http://103.113.200.7/
আপনি National University এর ওয়েবসাইট থেকে Degree, Honourse, Masters,
Profational ও On Campus এর সকল Year এর রেজাল্ট দেখতে পারবেন।
অনার্স রেজাল্ট দেখার ওয়েবসাইট
Honours First Year, Second Year, Third Year, Forth Year, Consolidated এর
সকল রেজাল্ট দেখা যাবে এই http://103.113.200.7/ এই ওয়েবসাইট থেকে। আপনি
এই ওয়েবসাইটে ঢুকতে নিচের বাটনে ক্লিক করে প্রবেশ করুন।
রেজাল্ট প্রত্যাশীদের জন্য কিছু কথা
আপনারা যারা রেজাল্ট খোঁজ করতে থাকেন তখন আপনারা নির্দিষ্ট ওয়েবসাইট খুজে পান
না। অনেক কস্ট করে খুজে বের করতে হয়। অনেক জায়গায় দেখা যায় রেজাল্ট এর তথ্য
পেয়েছেন তবে গিয়ে দেখেন অন্য কিছু।
এই উইকিজানা ব্লগে এমন ঘুরানো হবেনা। আপনি খুব সহজে আপনার প্রয়োজনীয় লিংকে
প্রবেশ করতে পারবেন। তাই আপনি যদি সব সময় রেজাল্ট খোজ করার বিপদে না পড়তে চান
তাহলে এই পেজটি বুক মার্ক করে রাখুন। ssc রেজাল্ট দেখার ওয়েবসাইট সহ সকল
প্রকার ওয়েবসাইট এখানে দেওয়া চেস্টা করেছি, যেমন PSC রেজাল্ট দেখার
ওয়েবসাইট, মাধ্যমিকের রেজাল্ট দেখার ওয়েবসাইট, এসএসসি রেজাল্ট
দেখার ওয়েবসাইট, National University এর সকল রেজাল্ট দেখার ওয়েবসাইট
ও অনার্স রেজাল্ট দেখার ওয়েবসাইট সহজে লিংক শেয়ার করা হয়েছে।
রেজাল্ট সংক্রান্ত আরো পড়ুনঃ
আমরা চাই আপনার যারা বিরক্ত বা প্রতারিত না হন। তাই এই পেজটি বুকমার্ক বা ☆
স্টার করে রাখুন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।