বিভিন্ন কম্পানির প্রমোশনাল এসএমএস এর কারণে বিরক্ত হইনি এমন লোক খুজে পাওয়া কঠিন। আমি নিজেও বিরক্ত। আমি চাইনা দরকারি ফোন ছাড়া কারো পেইড প্রমোশন করুক আমরা মোবাইল নম্বরের মাধ্যমে, তাই আজকে জানবো প্রমোশনাল এসএমএস বন্ধ করার উপায় নিয়ে।
প্রমোশনাল এসএমএস বন্ধ
বিভিন্ন কম্পানির প্রচার করার জন্য এসএমএস এর মাধ্যমে এডভার্টাইজ করে থাকে। তো আমাদের ফোন নম্বর গুলো কালেক্ট থাকে ওদের কাছে তারপর যখন কোনো কম্পানি এড দিতে চায় এবার তাদের কাছে sms পাঠাতে থাকে।
এখন কম্পানির তো অভাব নাই সবাই চায় এড দিতে আমার আমাদের sms ইনবক্ম Full করে দিতে।
promotional sms গুলো যখন বারবার আসতে থাকে তখন আমাদের অনেকেরই খুবই বিরক্ত লাগে। তাও যখন আমার দরকার ব্যাতিত sms আসতে শুরু করে।
এমন সময় তো অনেক ইমপোর্টেন্স sms দেখতে পারিনা ওই সকল promotional sms এর কারনে।
এই ব্লগের মাধ্যমে আপনার সিম অনুযায়ী promotional sms বন্ধ করার উপায় গুলো জেনে প্রমোশনাল এসএমএস Stop করে নিন।
প্রমোশনাল এসএমএস কি
প্রোমোশনাল এসএমএস হলো, এসএমএস এর মাধ্যমে মার্কেটিং করার মাধ্যম। অনেক বড় ডাটাবেস থেকে নির্দিষ্ট করে কোনো কম্পানি যদি SMS এর মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে থাকে, তাকে প্রমোশনাল এসএমএস বলে।
প্রোমোশনাল এসএমএস এর জন্য sms প্রভাইডার নির্দিষ্ট পরিমান টাকা চার্জ করে থাকে আলাদা আলাদা প্যাকেজের ক্ষেত্রে।
প্রমোশনাল sms কি এইটা যারা জানতেন না তারা আশা করি বুঝতে পারছেন promotional sms ki.
প্রমোশনাল এসএমএস বন্ধ জিপি (গ্রামিনফোন) | Stop/Active promotional sms GP(GrameenPhone)
গ্রামিনফোন গ্রাহকেরা প্রমোশনাল এসএমএস বন্ধ করতে চাইলে আপনার ফোনের ডায়াল অপশন থেকে ডায়াল করুন, *121*1101#
GP promotional SMS stop code ব্যবহার করে আপনি DND সার্ভিস উপভোগ করতে পারবেন যার জন্য কোনো প্রকার সার্ভিস চার্জ দিতে হবেনা। GP promotional SMS active করতে চাইলে খুব সহজেই চালু করতে পারবেন *121*1102# ডায়াল করে।
Promotional SMS GP এর স্টাটাস চেক করতে *121*1103# ডায়াল করুন।
Stop promotional SMS GP BD এর কোড টি যদি আপনার প্রয়োজন না হয় তবে এই USSD কোড ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে BTRC.
প্রমোশনাল এসএমএস বন্ধ বাংলালিংক | Stop/On promotional sms BL(Banglalink)
বাংলালিংক এর গ্রাহকেরা প্রমোশনাল এসএমএস বন্ধ করতে চাইলে আপনার ফোনের ডায়াল অপশন থেকে ডায়াল করুন, *121*8*6# অথবা *121*7*1*2*1#
Promotional SMS on banglalink কোড হলো, *121*1102#
প্রমোশনাল এসএমএস বন্ধ এয়ারটেল | Stop promotional sms Airtel
এয়ারটেল এর গ্রাহকেরা প্রমোশনাল এসএমএস বন্ধ করতে চাইলে আপনার ফোনে ডায়াল অপশন থেকে ডায়াল করুন *7#
*7# ডায়াল করার পর আপনার এয়ারটেল ফোনে আর কোনো প্রমোশনাল এসএমএস ও কল করা হবেনা।
stop promotional SMS airtel সিমের যদি এসএমএস বন্ধ না হয় তবে কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। তাহলে আপনার ওরা promotional SMS বন্ধ করে দিবে।
প্রমোশনাল এসএমএস বন্ধ টেলিটক | Stop promotional sms Teletalk
টেলিটক নিমের প্রমোশনাল এসএমএস বন্ধ করতে আপনাকে ডায়াল করতে হবে, *155# তারপর 1 লিখে রিপ্লাই করলে আপনার টেলিটক সিমের প্রমোশনাল এসএমএস বন্ধ হয়ে যাবে।
প্রমোশনাল এসএমএস বন্ধ রবি | Stop promotional sms Robi
রবি সিমের গ্রাহকেরা যদি প্রমোশনাল এসএমএস বন্ধ করতে চান তবে আপনার ফোনের ডায়াল অপশন থেকে ডায়াল করুন, *7#
সাধারণত রবি ও এয়ারটেল এর সব কিছুই একই তাই আপনি রবি ও এয়ারটেল এর দুই সিমেই *7# ডায়াল করে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন।
প্রমোশনাল এসএমএস বন্ধ স্কিটো | Stop promotional sms Skitto
স্কিটো সিমে প্রমোশনাল এসএমএস বন্ধ করার উপায় আমরা পাইনাই। যদি কখনো আমরা স্কিটো সিমের প্রমোশনাল এসএমএস বন্ধ করার উপায় পায় তবে এই পোস্ট আপডেট করা হবে। ইনশাআল্লাহ।
ডু নট ডিস্টার্ব
ডু নট ডিস্টার্ব সার্ভিসের মাধ্যমে অনেকেই কিছুটা স্বস্তি পেয়েছে। তবে আপনি সকল প্রকার দরকারি SMS পাবেন তবে সিম কম্পানির অফার এর ম্যাসেজ আপনি বন্ধ করতে পারবেন না।
BTRC জানিয়েছে, যদি আপনার প্রমোশনাল এসএমএস এ কোনো প্রকার সমস্যা না হয় তবে বন্ধ না করার জন্য।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
প্রমোশনাল এসএমএস বন্ধ করলে কি অণ্য SMS পেতে সমস্যা হয়?
না। এইটা বন্ধ করলে শুধু SMS এর মাধ্যমে বিজ্ঞাপন এর এসএমএস আসবেনা।
সকল সিমেই কি প্রমোশনাল এসএমএস বন্ধ করা যায়?
জ্বি বাংলাদেশের সকল সিমের প্রমোশনাল এসএমএস বন্ধ করা যায় তবে বর্তমানে স্কিতো সিমে বন্ধ করা যায়না।
প্রমোশনাল এসএমএস বন্ধ করলে কি পরে আবার চালু করতে পারবো?
জ্বি অবশ্যই পরে আবার চালু করতে পারবেন কোনো সমস্যা হবেনা।