বাংলাদেশে অনেক সেরা হোস্টিং কোম্পানি রয়েছে। ভালো হোস্টিং কম্পানি গুলো নিয়মিত গ্রাহকদের ভালো সার্ভিস দিয়ে আসছে।
তবে কিছু অসাধু হোস্টিং প্রোভাইডার আছে যারা কাস্টমারকে বিপদগ্রস্ত করে ফেলে। যদিও ভালো মন্দ হোস্টিং প্রোভাইডার আপনাকেই চিনতে হবে।
আর সেই অভিজ্ঞতা দিয়েই আপনাদের সামনে ভালো সার্ভিস গুলোর হোস্টিং কোম্পানি তুলে ধরছি।
- ডায়না হোস্ট
- এক্সন হোস্ট
- জিয়ন বিডি (XeonBD)
ডায়না হোস্ট | বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি
ডায়না হোস্ট অনেকের কাছেই পরিচিত। ডায়না হোস্টে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন তাছাড়াও তারা আরো বিভিন্ন ধরণের সার্ভিস প্রোভাইড করে থাকে, তার মধ্যে, ব্রান্ড এসএমএস, ইমেইল, এসএসএল ও এসইও সার্ভিস।
ডায়না হোস্ট এর হোস্টিং তুলনামূলক খারাপ না। তারা অনেক প্রকার প্যাকেজে হোস্টিং সেল করে থাকে। আপনার পছন্দের ক্যাটাগরি থেকে আপনি নিতে পারবেন আপনার প্যাকেজটি।
ডায়নাহোস্টের প্যাকের মধ্যে রয়েছে,
- সাধারণ ওয়েব হোস্টিং
- BDIX ওয়েব হোস্টিং
- সিঙ্গাপুর শেয়ার্ড ওয়েব হোস্টিং
- কম খরচের ওয়েব হোস্টিং
- প্রিমিয়াম ওয়েব হোস্টিং
- করপোরেট ওয়েব হোস্টিং
- উইন্ডোজ এএসপি ডট নেট হোস্টিং
- পিএসআর হোস্টিং
- বিডিআইএক্স রিসেলার হোস্টিং
আপনার ব্যবসা প্রতিষ্টান কেমন হোস্টিং দরকার তার উপর ভিত্তি করে আপনি প্যাকেজ গুলো নির্ধারন করবেন। আপনার ওয়েবসাইটের যেমন দরকার তেমনটাই নিবেন তাহলে আপনি ভালো সার্ভিস পাবেন।
আমি এদের হোস্টিং ব্যবহার করেছি তবে খারাপ লাগেনি কিন্তু দামটা বেশি মনে হয়েছে। তাই আপনি আরো অন্যান্য হোস্টিং প্রোভাইডের সার্ভিসের সাথে কমপেয়ার করার চেস্টা করুন।
এক্সন হোস্ট | বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি
এক্সন হোস্ট ফাস্ট ওয়েব হোস্টিং প্রোভাইডের অঙ্গিকার নিয়ে বিজনেস পরিচালনা করে থাকে। ExonHost থেকে আপনি ডোমেইন হোস্টিং এর পাশাপাশি ইমেইল হোস্ট ও SSL কিনতে পারবেন।
এক্সন হোস্টের সার্ভিস ও আমি ব্যবহার করেছি। তাদের কাছ থেকে বর্তমানে আমি আমার পারসোনাল কাজ চালাচ্ছি। যদিও আগে বিদেশি একটা কম্পানির কাছে সার্ভিস নিয়ে সন্তষ্ট হতে পারছিলাম না। তখনই এক্সন হোস্টে চলে আসি।
ExonHost এর প্যাকেজের মধ্যে রয়েছে,
- Next Level SSD Hosting
- Turbo Hosting
- BDIX Hosting
- BDIX Turbo Hosting
- Reseller Hosting
যদিও এক্সন হোস্ট স্পিডের কথা মাথায় রেখে সার্ভিস প্রদান করে তাই আপনারও যদি স্পিডি ওয়েবসাইট দরকার হয় তবে আপনি ExonHost থেকে সার্ভিস নিতে পারেন।
জিয়ন বিডি (XeonBD) | বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি
যারা অনলাইনে নতুন তারা বুঝতে পারেনা অনলাইনে কিভাবে কি করবে। তাদের প্রচুর পরিমানে সাপোর্ট দরকার হয়। আপনি যদি নতুন অনলাইনে বিজনেস শুরু করতে চান তবে আপনি ওয়েবসাইটের বিভিন্ন সমস্যায় পড়তেই থাকবেন। যার জন্য দরকার প্রচুর সাপোর্ট করার মতো একটা কম্পানি তাই আপনি যদি সাপোর্ট আপনার প্রধান গুরুত্ব হয়ে থাকে তাহলে পছন্দ করতে পারেন এই জিয়ন বিডি হোস্টকে।
আপনার ব্যবসা গ্রো করার জন্য হোস্ট এর যাবতীয় হেল্প করবে সুন্দর ভাবে।
জিওনবিডি হোস্ট প্যাকেজের মধ্যে রয়েছেঃ
- Linux Shared SSD
- Windows Shared SSD
- WordPress Service
- Reseller Hosting Plan
- VPS Server Hosting
- Dedicated Server
- File Cloud Hosting
এছাড়াও জিওন বিডি ইমেইল, ডোমেইন, SSL সার্ভিস প্রোভাইড করে।
ডোমেইন কিনবো কোথা থেকে
উপরে যেসব কম্পানি নিয়ে আলোচনা করা হয়েছে সবাই হোস্টিং সেল করে আপনি চাইলে যেকোনো কম্পানি থেকে ডোমেইন নিতে পারবেন।
তবে সব থেকে সিকিউর মনে হয় যে কম্পানি ওই কম্পানি থেকেই ডোমেইন নিবেন।
আমার পরামর্শ
প্রতিটি কম্পানি তারা তাদের যে সার্ভিসে সেরা তারা সেই অনুযায়ী সেবা দেয় যার কারনে আপনার যেমন দরকার তেমন সার্ভিস যারা দেয় তাদেরকে ভালোভাবে যাচাই করে সার্ভিস গ্রহন করুন।
সবই ভালো তবে সব জায়গা সবকিছু ভালো হতে পারেনা। নরমাল প্রোডাক্ট নরমাল কাজের জন্য যদি আপনি ভারি কাজে লাগান তবে তো সমস্যা তাইনা?
তাই আপনার প্রয়োজন অনুযায়ী কাজে লাগান। আশা করি ভালো সার্ভিস পাবেন।
অল্প টাকায় যে হোস্ট গুলো পাবেন তা প্রায় সবই শেয়ার্ড হোস্টিং সাধারন কিছু কাজের জন্য এই শেয়ার্ড হোস্টিং তেমন কোনো সমস্যা করেনা।
আর আপনি আপনার ব্যবসা বাংলাদেশকে টার্গেট করে হয় তবে অবশ্যই BDIX হোস্টিং নিবেন তাহলে আরো বেটার সার্ভিস পাবেন আশা করি।
বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো।
এই আর্টিকেলটি
WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।