বোরহান পিক একসময় খুব আলোচিত একটা বিষয় ছিলো। বোরহানকে নিয়ে অনেকের মনে বিভিন্ন
ধরণের প্রশ্ন জাগে এখনো। তবে বোরহানের সাথে ফেসবুকের সম্পর্ক কি? সম্পর্ক
থাকলে তার কারণ কি? বিস্তারিত জানবো, ফেসবুক আইডি ডিজেবল করার নিয়ম ও
উপায়, আইডি নস্ট করার পিক ও ছবি ডাউনলোড করা।
বোরহান ওয়ানি ও পিক
বোরহান ওয়ানি
ছিলেন কমেন্ডার হিজবুল মুজাহিদীনের। বোরহান ওয়ানি কাস্মীরের খুব পরিচিত একটি নাম।
তবে বিভিন্ন কারণে তাকে নিশিদ্ধ করা হয় ও তাকে হ*ত্যাও করা হয়, এ নিয়ে সবাই
প্রতিবাদ জানাতে শুরু করে, অনেকে নিজের ফেসবুক আইডিতে ছবি আপলোড করে করে প্রতিবাদ
জানাতে শুরু করে।
ফেসবুক যেকোনো উদ্রবাদ পছন্দ করেনা বলে পরে ফেসবুক নিয়ম করে তার ছবি ফেসবুকে
প্রচার করলেই ফেসবুক একাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
সেই থেকেই আজ পর্যন্ত তার ছবি ফেসবুকে আপলোড করার সাথেই ফেসবুক আইডি নস্ট হয়ে
যায়।
এই সুযোগ কাজে লাগিয়ে অনেকে ফেসবুক একাউন্ট ডিজেবল বা নস্ট করার জন্য এই ছবি
আপলোড করে থাকে।
ফেসবুক আইডি নষ্ট করার পিক
ফেসবুক আইডি নস্ট করতে সাধারণত বোরহান ওয়ানির ছবিটাই ব্যবহার করা হয়, অনেকে এই
ছবি ইথিক্যাল হ্যাকিং এর মাধ্যম হিসেবে ব্যবহার করে।
তো আপনি যদি চান যে এই ছবি আপনি আপলোড করে ফেসবুক আইডি ডিজেবল করতে তাহলে নিচে
থেকে পিক ডাউনলোড করে নিন।
অন্যের ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
অণ্যের ফেসবুক আইডি নস্ট করার মাধ্যম গুগল পলিসির কারণে শেয়ার করা সম্ভব না। তবে
যদি কোনো ফেক আইডি ও খারাপ ছবি শেয়ার করা কোনো আইডি দেখেন তবে আপনি রিপোর্ট করলে
অবশ্যই সেই আইডি নস্ট হয়ে যাবে।
যদি না জানেন কিভাবে রিপোর্ট করতে হয় তবে নিচের পোস্ট টি পড়তে পারেন, RK Raihan
এর ব্লগ থেকে। ফেসবুক আইডি নষ্ট করার নিয়ম
আইডি নস্ট করার কোড
ফেসবুক আইডি নস্ট করার কোড এক সময় কাজ করতো তবে এখন আর কাজ করেনা তাই এই কোড করার
আর না করা একই কথা। তাই ফেসবুক আইডি নস্ট করার কোড দেওয়া সম্ভব হচ্ছেনা।
বোরহান পিক ডাউনলোড | ফেসবুক আইডি নস্ট করার পিক
ফেসবুক নস্ট করার ছবি ডাউনলোড করতে নিচের ডাউনলোড অপশন থেকে ৩০ সেকেন্ডে ডাউনলোড
করুন। বোরহান এর পিক ডাউনলোড করে শুধু আপলোড করবেন যদিও সবাই প্রোফাইলে ইউজ করে
তাই চাইলে আপনিও প্রোফাইল ফটো হিসেবে আপলোড করতে পারেন।
সতর্ক দ্রষ্টব্যঃ এই কাজটি শুধু শিক্ষা গ্রহণের জন্য শেয়ার করা তাই কেউ যদি এই কাজ করতে গিয়ে বিপদে পড়েন বা আইডিতে সমস্যা হয় তার জন্য উইকিজানা ও উইকিজানার ব্লগ লেখক দায়ী নয়। এই কাজটি নিজে সতর্ক থেকে জেনে বুঝে করার অনুরোধ রইলো।
বুরহান পিক ডাউনলোড এর সতর্কতা
বোরহান পিক ডাউনলোড করে নিজের প্রোফাইল কেউ ট্রাই করবেন না। যদি নিজের একাউন্ট এ
এপ্লাই করেন তবে এর জন্য আমরা দায়ী থাকবোনা।
Id Nosto Pic এর কারনে আমরা কারোর আইডিতে সমস্যা হোক তা চাইনা। তাই ID nosto
korar pic নিজ দায়িত্বে ব্যবহার করুন। Facebook Id nosto করার পিক যদি আপনার
দরকার হয় তবেই ডাউনলোড করবেন তাছাড়া ডাউনলোড না করার অনুরোধ জানাচ্ছি। ডাউনলোড
করতে বলতেছিনা এই কারনে যে যদি আপনি ভুলে কোনো কারনে ফেসবুকে আপলোড করে দিয়ে
থাকেন তবে নিজের আইডি নস্ট হয়ে যেতে পারে।
বোরহান পিক ডাউনলোড করলে সমস্যা হবে?
না। ডাউনলোড করলে সমস্যা হবেনা তবে ফেসবুকে আপলোড করলে ফেসবুক আইডি নস্ট হয়ে যায়।
বুরহান পিক আপলোড করলে কেন ফেসবুক আইডি নস্ট হয়ে যায়?
বুরহান ওয়ানিকে হত্যার পর সবাই ফেসবুকে প্রতিবাদ জানাতে থাকে। কেউ যাতে ফেসবুকে প্রতিবাদ না জানাতে পারে এই জন্য ফেসবুক আইডি নস্ট হয়ে যায়
বুরহান পিক ডাউলোড করবো কিভাবে?
বুরহান পিক ডাউনলোড করতে উইকিজানা ব্লগ এর পোস্ট থেকে ডাউনলোড করতে পারবেন।