ফেসবুকে ও বিভিন্ন সোস্যাল মিডিয়াতে নিব্বা নিব্বি কথাটা প্রচুর ব্যবহার করতে দেখা যায়। অনেকে জানেন না নিব্বা নিব্বি আবার কি। যারা বুকার মতো শুধু ভেবেই যান এই নিব্বা নিব্বি কি তাদের জন্যই আজকের ব্লগ। তাহলে শুরু করি নিব্বা নিব্বি মানে কি ও কাকে বলে।
নিব্বা নিব্বি মানে কি ও কাকে বলে
নিব্বা নিব্বি সম্পর্কে যদিও বেশি শুনা বিভিন্ন সোস্যাল নেটওয়ার্কে। তারা বিভিন্ন বিষয়ে নিব্বা নিব্বি সম্পর্কে বলে থাকে। নিব্বা ও নিব্বি এর বিস্তারিত জানতে এই পুরো ব্লগটি পড়ুন।নিব্বা নিব্বি কি
নিব্বা নিব্বি শব্দটি বাংলা অভিধানে নাই। তবে নিব্বা নিব্বি বলতে বুঝানো হয়, যে বয়সে ছেলে মেয়েদের পড়াশুনা করার কথা ওই বয়সে পড়াশুনা না করে অতি আবেগি হয়ে কিশোর কিশোরীরা প্রেমে হাবুডুবু খায়। ওই সকল কিশোর কিশোরীদের নিব্বা নিব্বি বলে ডাকা হয়।নিব্বা নিব্বি বলে সবচেয়ে বেশি ডাকা হয় ফেসবুকে। কিশোর কিশোরীদের মধ্যে বয়সের কারণে যে প্রেম ফুটে ওঠে তাদেরকে তুচ্ছ করে ডাকার জন্য এই নিব্বা নিব্বি কথা ব্যবহার করা হয়।
নিব্বা নিব্বি মানে কি
যদিও নিব্বা নিব্বি কোনো ভাষা নয়, মজার ছলে এইটা বলা হয়। নিগা শব্দটি অনেকে মজা করে Niqqa বলত। পরে Niqqa থেকে Nibba শব্দটির আবির্ভাব হয়েছে বলে অনেকে বিশ্বাস করেন।নিব্বা হলো পুরুষবাচক শব্দ ও নিব্বি হলো স্ত্রিবাচক শব্দ। তাছাড়া এই নিব্বা নিব্বি নিয়ে তেমন কিছুই পাওয়া যায়না।
নিব্বা কাকে বলে
Nigga (নিগা বা নিগ্গা) শব্দটি বললে অনেকে এই কথাটা খারাপভাবে নিবে তাই এই কথাটাকেই একটু ঘুমিয়ে বলা হয় যা নিব্বা। নিব্বা সাধারণত কম বয়সের অতি আবেগি ছেলেদের বুঝানো হয়।
নিব্বা বলেন আর নিব্বি বলেন এরা সাধারণত রোমান্টিক পছন্দ করে যার কারণে তারা এমন কার্যক্রম করে যা বড়দের মেনে নেওয়ার মতো না। আসলে ওই বয়সে কিশোর কিশোরীরা অনেকেই বোকা থাকে তাদেরকেই সাধারণত নিব্বা ও নিব্বি বলা হয়।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।