খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা হলো, মাগুরা। মাগুরা জেলার ইতিহাস ও বিভিন্ন তথ্য নিয়ে আজকের এই ব্লগ। এই ব্লগের মাধ্যমে মাগুরা জেলার অনেক তথ্য যেমন, মাগুরা জেলার বিখ্যাত ব্যাক্তি, মাগুরা জেলার বিখ্যাত খাবার, মাগুরা জেলার মানচিত্র ও দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পারবেন।
মাগুরা জেলার ইতিহাস
মাগুরা জেলার উত্তরে, দক্ষিনে, পশ্চিমে ও পূর্বে রয়েছে যথাক্রমে, ফরিদপুর যশোহর নড়াইল ঝিনাইদহ জেলা।
১৭৮৬ সালে ব্রিটিশ আমলে প্রথম গঠিত জেলা যশোর, কিন্তু একজন জেলা কর্মকর্তার পক্ষে পুরো জেলা নিয়ন্ত্রণ করার কঠিন হয়ে পড়ে।
যদিও মাগুরার আগের নাম ছিলো মুহাম্মদপুর এবং বিভিন্ন অন্চল রাজাপুর ও শ্রীপুর নামেও পরিচিত ছিলো।
দেশ স্বাধিন হওয়ার ১৯৮৪ সালে মাগুরাকে জেলা হিসেবে গঠিত হয়।
উল্লেখ্য তখন এই এলাকাতে মগ জলদস্যুর প্রচুর প্রকোপ ছিলো আর তখন এই এলাকাকে সুন্দরভাবে কন্ট্রোল করা কঠিন হয়ে যেত।
এই জলদস্যুর হাত থেকে রক্ষা পেতে ও প্রশাসনিক কাজ সহজ করতে এই মাগুরা জেলা গঠন করা হয়।
বর্তমানে মাগুরা জেলা খুলনা বিভাগের অনর্গত একটি জেলা।
মাগুরা জেলার থানা কয়টি ও কি কি
মাগুরা জেলার থানা ৪টি।
- মাগুরা সদর
- শ্রীপুর
- শালিখা
- মুহাম্মাদপুর
মাগুরা মুক্ত দিবস কবে
মাগুরা মুক্ত দিবস ৭ই ডিসেম্বর। ৬ ডিসেম্বর গেরিলা বাহিনীর প্রচুর আক্রমনে পাকিস্থানি বাহিনী পালাতে বাধ্য হয়। সে রাতেই পাক বাহিনী মাগুরা ত্যাগ করে এবং পরের দিন ৭ই ডিসেম্বর মাগুরা শত্রমুক্ত হয়।
মাগুরা জেলার দর্শনীয় স্থান
মাগুরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। তবুও মাগুরা জেলার দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম, রাজা সীতারাম রাজপ্রাসাদ , কাজী কাদের নেওয়াজের বাড়ি, কবি ফররুখ আহমদ এর বাড়ি, ভাতের ভিটা, মোকাররম আলী শাহ (র:) এর দরগাহ ও শ্রীপুর জমিদার বাড়ি আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে।
মাগুরা জেলার এই সকল দর্শনীয় স্থান সম্পর্কে আরো বিস্তারিত জানতে পড়ুন নিচের পোস্টটিঃ
মাগুরার জেলার বিখ্যাত খাবার
মাগুরা রসমালাই এর জন্য বিখ্যাত। যদিও রসমালাই মাগুরার বিখ্যাত খাবার কিভাবে হলো বা এর কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়না।
মাগুরার বিখ্যাত খাবার যদিও রসমালাই তবুও অণ্যান্য বিভিন্ন খাবারের সুনাম রয়েছে। তবে লোকমুখে বেশি শুনা যায় মাগুরার জেলার বিখ্যাত খাবারের নাম রসমালাই।
মাগুরা জেলার সকল পোস্ট কোড
মাগুরা জেলার পোস্ট কোড 7600। এইটা মাগুরা সদরের পোস্ট কোড।
মাগুরা সদরের বাদে মাগুরার বিভিন্ন থানা ও উপকার্যালয় এর পোস্ট কোড জানবো।
মাগুরা জেলার আড়পাড়া শালিখা থানার পোস্ট কোড হলো, 7620
মাগুরা জেলার মোহাম্মদপুর বিনোদপুর এর পোস্ট কোড হলো, 7631
মাগুরা জেলার মোহাম্মদপুর এর পোস্ট কোড হলো, 7630
মাগুরা জেলার মোহাম্মদপুর নহাটা এর পোস্ট কোড হলো, 7632
মাগুরা জেলার শ্রীপুর থানার লাঙ্গলবাধ এর পোস্ট কোড হলো, 7611
মাগুরা জেলার শ্রীপুর থানার পোস্ট কোড হলো, 7610
মাগুরা জেলার পোস্ট কোড গুলো কিছুক্ষেত্রে চেন্জ হতেও পারে তবে আমরা রিসার্চ করে যা পেয়েছি তা আমরা উল্লেখ করেছি। তবে যদি চান যে আরো শিউর হয়ে নিতে তবে অনুগ্রহ করে আপনার নিকটস্থ পোস্ট অফিস থেকে আপনার পোস্ট কোডটি জেনে নিন। তাহলে নিশ্চিত হয়ে নেওয়া যাবে।
মাগুরা জেলার মানচিত্র
মাগুরা জেলার মানচিত্র দেখার প্রয়োজন হয় বিভিন্ন কাজের বা তথ্যে জন্য। বা আমরা অনেক সময় প্রিন্ট করতে চাই বিভিন্ন পেপারে তখন আমরা মাগুরার মানচিত্র খুঁজে পাইনা। আর যা পায় তা দিয়ে অনেক সময় আমাদের কাজ করতে পারিনা।
তাই আপনাদের সুবিধার্থে একটা ছবি শেয়ার করবো যা বাংলাপিডিয়া থেকে সংক্ষন করা।
মাগুরা জেলার মানচিত্র। চিত্রঃ বাংলা পিডিয়া |
উপরের মাগুরার ম্যাপ থেকে আপনি মাগুরা সম্পর্কে অনেক তথ্যই পেয়ে যাবেন যদি আরো তথ্য দরকার হয় তবে মাগুরা গুগল ম্যাপ এর সাহায্য নিতে পারেন।
মাগুরা জেলার বিখ্যাত ব্যাক্তি
মাগুরার বিখ্যাত অনেক ব্যাক্তি রয়েছে, তাদের মধ্যে অন্যতম বিখ্যাত ব্যাক্তি সম্পর্কে জানার চেস্টা করবো। মাগুরা জেলার অনেক বিখ্যাত ব্যাক্তিদের আপনিও হয়তো চিনেন কারণ অনেকেই আপনার চেনাজানার মধ্যেই থাকবে।
মাগুরার জেলার বিখ্যাত ব্যাক্তি হলোঃ
- অল রাউন্ডার সাকিব আল হাসান (1987)
- কবি ফররুফ আহমদ (1918-1974)
- কবি ডাঃ লৎফর রহমান (1889-1936)
- কবি সৈয়দ আলী আহসান (1922-)
- কবি কাজী কাদের নেওয়াজ(1909-1952)
- কবি সৈয়দা সুফিয়া খাতুন (1927)
- লেখক শেখ হবিবর রহমান (1890-1662)
- লেখক মুস্তফা মনোয়ার (1935)
- সৈয়দ আতর আলী (1916-1971)
- সৈয়দ আছাদুজ্জামান (1935)
এছাড়াও আরো অনেকে আছে তবে এখানে যাদের মৃত্যু সাল পাওয়া যায়নি তাদের শুধু জন্মসাল দেওয়া হয়েছে।
মাগুরা জেলাতে অনেক অনেক বিখ্যাত ব্যাক্তি জন্মগ্রহণ করেন তাদের অবদান কোনো দিনই ভুলতে পারবেনা মাগুরা বাসি।
এই পোস্টের মাধ্যমে মাগুরা জেলার ইতিহাস, মাগুরা জেলার দর্শনীয় স্থান, মাগুরা জেলার সকল পোস্ট কোড, মাগুরা শত্র মুক্ত দিবস, মাগুরা জেলার ম্যাপ, মাগুরা জেলার বিখ্যাত ব্যক্তি, মাগুরা জেলার বিখ্যাত খাবার নিয়ে বিস্তারিত আলোচনা পড়লেন আশা এই তথ্য গুলোর মাধ্যমে নতুন কিছু জানতে পারছেন আপনারা নতুন কিছু জানতে পারলেই আমাদের স্বার্থকতা।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
মাগুরা কিসের জন্য বিখ্যাত?
মাগুরা রসমালাই এর জন্য বিখ্যাত।
মাগুরা সদরের পোস্ট কোড বা এরিয়া কোড কি?
মাগুরা সদরের পোস্ট কোড হলো ৭৬০০ তবে আলাদা আলাদা থানার আলাদা কোড আছে।
মাগুরা জেলার থানা কয়টি?
মাগুরা জেলার থানা ৪ টি।