নবজাতকের জন্ডিস ও নবজাতকের জন্ডিস কতদিন থাকতে পারে তা আমরা অনেকেই জানিনা যার কারণে নতুন মা বাবারা অনেক টেনশনে থাকতে হয়। এই পুরো ব্লগে নবজাতকের জন্ডিস নিয়ে আলোচনা করা হবে।
নবজাতকের জন্ডিস কতদিন থাকতে পারে ও বিস্তারিত
নবজাতকের জন্মের পরেই বিলিরুবিন বৃদ্ধি পেতে থাকে। বিলিরুবিন বৃদ্ধি হওয়ার কারণে আপনার বাচ্চার গায়ের রং হলুদ হতে শুরু করে।
বিলিরুবিন মানুষের লিভারে হয়ে থাকে আর এর রং সাধারণত হলদে হয়ে থাকে যার কারণের শিশুর গায়ের রং হলদে হয়ে যায়।
নবজাতকের জন্ডিস কেন হয়
ডেলিভারি ডেট এর আগে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে অনেকক্ষেত্র কম ওজনে শিশু জন্মগ্রহণ করলে ওই সকল শিশুরা বেশি জন্ডিস এ আক্রান্ত হয়।
যে সকল শিশুদের জন্মের পরেই যকৃৎ পুরোপুরি কাজ শুরু করতে পারেনা সেই নবজাতকের রক্তে বিলিরুবিন বৃদ্ধি পায়। এই বিলিরুবিন বৃদ্ধি পাওয়ার কারণেই নবজাতকের জন্ডিস হয়ে থাকে।
নবজাতকের জন্ডিস কত প্রকার
নবজাতের সাধারণত ২ প্রকার জন্ডিস হয়ে থাকে।
- সাধারণ জন্ডিস
- ক্লিনিক্যাল জন্ডিস
সাধারণ জন্ডিস
এই জন্ডিস তেমন কোনো ভয়ের কারণ নাই এইটা এমনিতেও ঠিক হয়ে যায়। এর জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চললেই হবে, যেমন সকালের রোদে শিশুকে রাখা। তবে খেয়াল রাখতে হবে কড়া রোদে রাখা যাবেনা। এর জন্য ভালো হয় একেবারে সকালের প্রথম রোদ লাগানোর।
ক্লিনিক্যাল জন্ডিস
মায়ের পেটে থাকাকালীন মায়ের শরীর থেকে যদি কোনো ইনফেকশন জনিত কোনো সমস্যা হয় তবে অনেকক্ষেত্র জন্ডিস সহ আরো অনেক সমস্যা হতে পারে এই ধরণের সমস্যা গুলোই ক্লিনিক্যাল জন্ডিস।
নবজাতকের বিলিরুবিন কমানোর উপায় বা কিভাবে রক্তে বিলিরুবিন এর মাত্রা কমানো যায়
নবজাতকের বিলিরুবিন কমানোর জন্য ২-৩ ঘন্টা পর পর মায়ের বুকের দুধ খাওয়াতে হয়। সাধারণ জন্ডিস কমানোর মূল চিকিৎসাই হচ্ছে বেশি বেশি বুকের দুধ খাওয়ানো।
তাই আপনার বাচ্চাকে বেশি বেশি বুকের দুধ খাওয়াবেন ২ ঘন্টা পর পর দুধ খাওয়ানোর চেস্টা করা ভালো। তবে এর বেশি সময় নেওয়া একেবারেই ঠিক নয়।
যদি আরো পরিমানের বিলিরুবিন বেড়ে যায় তবে আলোক চিকিৎসা দেওয়ার প্রয়োজন হতে পারে।
এই আলোক চিকিৎসাকে আবার ফটোথেরাপিও বলা হয়ে থাকে।
যদিও আরো একটা কাজ করার সাজেস্ট করেন অনেক ডাক্তার তা হলো, সকাল ৮টা হতে ৯টার মধ্যে শিশুকে রোদ লাগানো। তবে তিব্র রোদে শিশুকে রাখা যাবেনা।বেশিক্ষন রাখাও যাবেনা।
কম ওজনে ভূমিষ্ঠ শিশু বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুরাই জন্ডিসে আক্রান্ত হয় বেশি। জন্মের পর শিশুর যকৃৎ পুরোপুরি কর্মক্ষম হয়ে উঠতে একটু দেরি হলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে এই জন্ডিস জন্ডিস দেখা দেয়।
নবজাতকের জন্ডিস বিস্তারিত: নবজাতকের জন্ডিস কতদিন থাকতে পারে এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।