মাগুরা জেলা কিসের জন্য বিখ্যাত তা অনেকেই অনেকগুলো কারণ মনে করে থাকে। মাগুরা জেলা বিখ্যাত হওয়ার পিছনে অনেক গুলো নির্ভরযোগ্য কারণ থাকলেও লোকমুখে অনেক ধরণের কারন শুনতে পাওয়া যায়। আমরা ওই সকল ঘটনা জানার পাশাপাশি আরো জানবো মাগুরার বিভিন্ন অবাক করা বিখ্যাত বিভিন্ন স্থাপনা সম্পর্কেও।
মাগুরা জেলার নামের ২ কারণ
মাগুরা জেলার নাম তৈরি হওয়ার বিভিন্ন কারণ জানতে পাওয়া যায়। বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়, বর্তমানে মাগুরা নামে অঞ্চল জুরে মগ দস্যুদের আবাসস্থল ছিলো। প্রথমে মগরা ও পরবর্তীতে মাগুরা নামের উৎপত্তি।
অন্যভাবেও জানা যায়, এই অঞ্চলে নাকি একসময় খুব মাগুর মাছ পাওয়া যেত। তাই মাগুর থেকে মাগুরা নামের সূচনা হয়েছে বলে অনেকে মনে করেন।
মাগুরা কিসের জন্য বিখ্যাত
মাগুরা বাংলাদেশের একটা সুনামধন্য একটা জেলা। তারপরও প্রতিটি জেলায় কোনো না
কোনো কারনে বিখ্যাত।
তবে আজকে মাগুরাকে নিয়ে ব্লগ লিখার কারন হলো, একটা রিসার্চ থেকে জানতে পারি এই
প্রশ্নটা অনেকেই খুজে থাকেন। তাদের সহজে প্রশ্নটি জানিয়ে দেওয়ার জন্যই আজকের
ব্লগটি।
Magura জেলা রসমালাই ও মধুমতি নদীর জন্য বিখ্যাত। তাছাড়াও আরো অনেক ক্ষেত্রে
বিখ্যাত তা নিয়েই আজকের ব্লগ। মাগুরা জেলা খুলনা বিভাগের অন্তর্গত একটি জেলা। মাগুরা জেলা এর আয়তন
১০৪৮ বর্গ কিলোমিটার।মাগুড়া জেলাতে রয়েছে ৪ টি উপজেলা। এই ৪ উপজেলা এর মধ্যে মাগুরা বিখ্যাত
হওয়ার কারন অনেক গুলো।
মাগুরা কিসের জন্য বিখ্যাত এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন,
রাজা সীতারাম রাজপ্রাসাদ || মাগুরা কিসের জন্য বিখ্যাত
ছবিঃ রাজা সীতারাম রাজ প্রাসাদ (মাগুরা জিওভি ডট বিডি) |
মুর্শিদাবাদের নবাবের এর একজন আমলা সীতারাম এই রাজপ্রাসাদটি তৈরি করেন।
যদিও তিনি পরে আমলা থেকে রাজা উপাধি লাভ করেন।
রাজা সীতারামের সেনাবল এর কারনে বিভিন্ন এলাকা দখল করতে থাকেন এবং তার
জমিদারি বাড়তে থাকে।
কাজী কাদের নেওয়াজের বাড়ি || মাগুরা কিসের জন্য বিখ্যাত
ছবিঃ কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি (সময়ের কন্ঠ) |
কাজী কাদের নেওয়াজ মুর্শিদাবাদে জন্মগ্রহন করেন। তার পৈতৃক নিবাস
বর্ধমান জেলায়। তিনি যখন ১৯৬৬ সালে দিনাজপুর জেলা স্কুলের প্রধান
শিক্ষক পদ থেকে অবসর পান তখন মাগুরা জেলায় মুজদিয়া গ্রামে
স্থায়ী ভাবে বসবাস শুরু করেন।
কবি কাজী কাদের নেওয়াজ বাংলা একাডেমি পুরস্কার ও প্রেসিডেন্ট
পুরস্কার লাভ করেন।
কবি ফররুখ আহমদ এর বাড়ি || মাগুরা কিসের জন্য বিখ্যাত
ছবিঃ ফররুখ আহমেদ এর বাড়ি (মানব জমিন) |
সৈয়দ ফররুখ আহমদ ছিলেন ’মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে পরিচিত। ফররুখ
আহমদ এর কবিতার মাধ্যমে প্রকাশ পেত অধঃপতিত মুসলিম সমাজের পূর্ণজাগরনের
অনুপ্রেরণা।
কবি ফররুখ আহমদ ১০ ই জুন ১৯১৮ সালে মাঝাইল , শ্রীপুর, মাগুরা, ব্রিটিশ ভারত এ
জন্মগ্রহন করেন।তিনি ৩টি নাগরিত্ব পেয়েছিলেন, ব্রিটিশ ভারতীয়,
পাকিস্থানি ও বাংলাদেশি।
ভাতের ভিটা ঢিবি || মাগুরা কিসের জন্য বিখ্যাত
ছবিঃ ভাতের ভিটা (সংগ্রহীত) |
ফটকী নদীর উত্তরে টিলা গ্রামে এই
ভাতের ভিটা
ঢিবি টি অবস্থিত। কথিত আছে, অলৌকিক ক্ষমতাধর একজন দরবেশ এই পথ দিয়ে
যাওয়া সময় এখানে মসজিদ তৈরি করতে শুরু করেন।
নির্মান কাজে শ্রমিকদের জন্য ভাত রান্না শেষ হলেও মসজিদ বানানো শেষ
হয়েছিলোনা তখন পাখ পাখালি ডাকতে শুরু করে এবং ভোর হয়ে যায়।
তখন নির্মান কাজ বন্ধ রেখে তারা ওখান থেকে চলে যান। সকালে সবাই ওই খানে
অর্ধ নির্মিত মসজিদ দেখতে পান। আর এটাও বলা হয়, ওই ভাতের ফ্যান গড়িয়ে
পুকুরও তৈরি হয়। ওই পুকুরের নাম ফ্যানঘালি পুকুর।
অসমাপ্ত মসজিদের পাশে ঢিবিতে রান্না করা ভাত দেখতে পাওয়া যায় বলে ভাতের
ভিটা নামে পরিচিত হয়। এখানে পাহাড়পুর বৌদ্ধবিহার এর সাদৃশ ছোট ইমারতের
অস্তিত্ব পাওয়া যায়।
মোকাররম আলী শাহ (র:) দরগাহ || মাগুরা কিসের জন্য বিখ্যাত
মোকাররম আলী শাহ রহঃ দরগাহ (সংগ্রহীত) |
নবগঙ্গা নদীর তীরে ঢাকা খুলনা মহাসড়কের পাশে ইছাখাদা গ্রামে হযরত
মোকাররম আলী শাহ (রঃ) এর দরগাহ রয়েছে।
তিনি ছিলেন বিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক। সুলতান নাসির উদ্দিন শাহ এর
আমলে তার প্রধান কীর্তি স্থাপিত হয়।
হযরত খান জাহান আলী (রহঃ) এর অন্যতম শিষ্য ছিলেন হজরত মোকাররম আলী
শাহ (রঃ)।
শ্রীপুর জমিদার বাড়ি || মাগুরা কিসের জন্য বিখ্যাত
ছবিঃ শ্রীপুর জমিদার বাড়ি (দর্শনীয় স্থান) |
শ্রীপুর জমিদার বাড়ি এক ঐতিহাসিত জমিদার বাড়ি এই
জমিদার বাড়ি
নিয়ে বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর “বৌঠাকুরানীর হাট” উপন্যাসটি
রচনা করেন।
জমিদার নবার আলীরর্দী খাঁন তার জমিদারি এলাকা সারদা রঞ্জন পালের কাছে
বিক্রি করে দেন। তার এখানে রঞ্জন পাল জমিদারি প্রতিষ্ঠা
করেন।
এছাড়াও আরো রয়েছে ,
- পীর তোয়াজউদ্দিনের মাজার ও দরবার শরীফ
- রায়নগর মঠ
- নান্দুয়ালি শিবমন্দির
- নেংটা বাবার আশ্রম ও মন্দির
- শত্রুজিৎপুর মদনমোহন মন্দির
- সিদ্ধেশ্বরী মঠ
- ইছাখাদা নীলকুঠি
মাগুরা জেলা নিয়ে Freedunia চ্যানেলের ভিডিওটি এখানে
দেওয়া হলো যাতে করে আপনাদের আরো মাগুরা জেলা সম্পর্কে বুঝতে সুবিধা
হয়।
মাগুরা জেলা কেন বিখ্যাত এই সকল বিষয় জানতে পেরে আশা করি আপনার
ভালো লেগেছে।
মাগুরা কিসের জন্য বিখ্যাত এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন,
আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা
জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি
WikiJana.Com সাইটের সম্পদ তাই
যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট
কপিরাইটের অধিনে চলে যেতে পারে।