আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক আইডি ফিরে পাবেন। আমরা অনেকেই জানিনা যে নিজেদের আইডি হারিয়ে গেলে কিভাবে ফিরে পাব।
কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব
নিজের পুরাতন আইডি অথবা কোনো কাজের আইডি যখন আমাদের হারিয়ে যায় তখন আসলে আমাদের খুব খারাপ লাগে। সব কিছু করেও যখন আমাদের আইডি ফিরে না আসে তখন নিজেকে খুব অসহায় লাগে।
তাই আপনাদের আইডি যাতে ফিরিয়ে আনতে যা যা করতে পারেন তা নিয়েই আজকের ব্লগ।
কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
ফেসবুক হেল্প সেন্টার এর মাধ্যমে
আপনি ফেসবুক হেল্প সেন্টার এর মাধ্যমে চেস্টা করুন কারন এর মাধ্যমেই অধিকাংশ আইডি ফিরিয়ে আনা সম্ভব।
ফেসবুক হেল্প সেন্টার এর অংশ হিসাবে ফরগেট পাচওয়ার্ড এর মাধ্যমে আপনার আইডি খুজে বের করার চেস্টা করুন।
তারপর যদি আপনার একাউন্টে যদি ইমেইল যুক্ত থাকে তবে ইমেইল দিয়ে ভেরিফাই করুন, যদি আপনার আইডিতে ফোন নম্বর এড থাকে তবে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করুন তারপর নতুন পাচওয়ার্ড সেট করুন।
যদি আইডি হ্যাক হয়ে যায় তখন করণীয়
আইডি হ্যাক হয়ে গেলে ফরগেট দিতে গেলে দেখা যায় যে ফোন নম্বর বা ইমেইল অন্য কারোর এড করা তখন তো অসম্ভব হয়ে যায়।
তখন হ্যাক হওয়া আইডি যদি আপনি ফিরিয়ে আনতে চান তবে নিচের লিংকে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরন করুন
https://facebook.com/hacked
উপরের লিংকে যাওয়ার পরেই আপনি আপনার হারিয়ে যাওয়া আইডি খুজে বের করুন।
এরপর দেখতে পারবেন আপনার আগের ফোন নম্বর বা ইমেল সো করতেছে।
তারমানে এখন আপনি আপনার আইডি ফিরিয়ে আনতে পারবেন।
এইবার আপনার ফোন বা ইমেইল এর মাধ্যমে ভেরিফিকেশন করে আপনার নতুন স্ট্রং পাচওয়ার্ড সেট করুন।
সাইবার ক্রাইম এর সহযোগিতায়
সাইবার ক্রাইমের সহযোগিতা তখনই পাবেন যখন আপনার সাথে কেউ ব্লাকমেইল করতেছে তখন।যদি ভয় ভীতি হুমকির সমুক্ষিন হোন তখন অবশ্যই সাইবার ক্রাইম টিমের সাথে যোগাযোগ করবেন।
কিভাবে অভিযোগ করবেন
- প্রথমে আপনার নিকটস্থ থানার অভিযোগ করতে পারেন ও জিডি করতে পারেন।
- ইমেইল এর মাধ্যমে অভিযোগ জানাতে পারেন, ইমেইল এড্রেসঃ cyberhelp@dmp.gov.bd
- আপনি চাইলে গুগল Hello CT এপস নামিয়ে নিতে পারেন। এই এপস এর মাধ্যমে পরিচয় গোপন রেখেও অভিযোগ করা যায়।
- সাইবার ক্রাইম ইউনিট এর ফোন নম্বরে কথা বলেও দেখতে পারেন, ফোনঃ 01769691522
কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।