আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের জানাবো ওয়েব ডেভেলপমেন্ট কি ও কেন শিখবো।
ওয়েব ডিজাইন শেখার পরেই ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করতে হয়।
উপরের এই বিষয়গুলো আয়ত্ব করতে পারলে ওয়েব ডেভলপার হতে পারবেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
ওয়েব ডেভেলপমেন্ট কি
ওয়েসাইট নিয়ে যতগুলো কাজ আছে তা একত্রে বলা হয় ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট এর মাধ্যমে পুরো একটা ওয়েবসাইট দাড় করানো সম্ভব।।
কোনো ওয়েব ডিজাইনার যখন কোনো পেজ ডিজাইন করে ওই ডিজাইন করা পেজ গুলো কে কে দেখতে পাবে, কে কে দেখতে পাবেনা, যেমন লগইন করার আগে কোন পেজ আসবে লগইন করার পর কোন পেজ আসবে। এই রকম যাবতীয় কাজকর্ম ওয়েব ডেভেলপমেন্ট এর অন্তর্ভুক্ত।
ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখবো
ওয়েব ডিজাইন শেখার পরই আপনার ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করতে হবে।ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারলেই আপনি যেকোনো ওয়েবসাইট নিয়ে কাজ করার সাহস পাবেন।
ওয়েব ডেভলপেমন্ট শিখতে আপনার দরকার হবে কিছু এডভ্যান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কি স্কিল লাগবে
যে যে স্কিল ছাড়া আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন না, তা নিয়ে আলোচনা করা হলো।
প্রতিটি বিষয়ে সঠিকভাবে জানলে আপনার কাজ করার দক্ষতা অনেক বৃদ্ধি পাবে।
- এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট
- ইংরেজিতে দক্ষ হওয়া
- রেসপন্সিভ ওয়েব ডিজাইন
- প্রোবলেম সল্ভিং
- কম্পিউটার প্রোগ্রামিং
- পিএইচপি
- এসকিওএল
- গিট
- ইজার ইন্টারফেস ডিজাইন
- সার্চ ইন্জিন অপটিমাইজেশন
- ওয়েব পারফরমেন্স ম্যানেজমেন্ট
উপরের এই বিষয়গুলো আয়ত্ব করতে পারলে ওয়েব ডেভলপার হতে পারবেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।