আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের জানাবো ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইন শিখলে ভালো হবে!
ওয়েব ডিজাইন নাকি গ্রাফিক্স ডিজাইন
এই রকম প্রশ্ন অনেকের মনেই হয়, বেশি এই ধরনের প্রশ্ন করে থাকে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতেছেন অথবা শুরু করতে চান তারা।
বেসিক জানি পর্বে আজকে তাই জানবো, ওয়েব ডিজাইন শেখা ভালো হবে নাকি গ্রাফিক্স ডিজাইন শেখা ভালো হবে।
ওয়েব ডিজাইন
ওয়েব ডিজাইন হলো, ওয়েবসাইট ডিজাইন করা।যেমন এই ব্লগটিও পড়তেছেন আপনি একটা ওয়েবসাইটের মাধ্যমে।
আর আপনি সাধারনত যতগুলো ওয়েবসাইটে প্রবেশ করেন সবার ডিজাইন এক দেখতে পাবেন না, তবে কিছুটা মিল থাকতে পারে।
কোন ওয়েবসাইট কেমন হবে ওয়েবসাইটে কোথায় কোন ছবি, বাটন রাখবে তা ডিজাইন করাই হলো ওয়েব ডিজাইন।
এর জন্য জানতে হয় বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।যেমন, HTML, CSS, JS
গ্রাফিক্স ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন হলো কোনো নির্দিষ্ট ছবিকে ডিজাইন করা। যেকোনো ধরনের ছবি হতে পারে। কম্পানির লোগো ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন বা সকল প্রকার ছবি নিয়ে কাজ।এই গ্রাফিক্স ডিজাইন করতে বিভিন্ন প্রকার সফটওয়্যার সম্পর্কে ভালো ধারনা ও পারদর্শী হতে হয়।
আপনি যত এক্সপার্ট হবেন তত ভালো ডিজাইন করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইনের জন্য, Adobe Photoshop, adobe illustrator সহ আরো কিছু সফটওয়্যার সম্পর্কে ধারনা নিতে হয়।
কোনটা সহজ কোনটা কঠিন
ওয়েব ডিজাইনের কাজ এর জন্য শুধু কোডিং জানলেও হবেনা। এর পাশাপাশি অনেক বিষয়ে জ্ঞান থাকতে হয়।
কারন পৃথিবীর সব কিছুই তো ওয়েব কে কেন্দ্র করে।
যদি প্রশ্ন করেন, সবচেয়ে বেশি ছবি ব্যবহার করা হয়?
তা হলো ওয়েবসাইটে সবচেয়ে বেশি ছবি ব্যবহার করা হয়।
তাহলে বুঝা যাচ্ছে ওয়েব ডিজাইন এর একটা অংশও গ্রাফিক্স ডিজাইন।
গ্রাফিক্স ডিজাইন শেখা সহজ।তবে ডিজাইন আইডিয়া ভালো হলে অনেক ভালো কিছু করা সম্ভব।
যেহেতু ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট অনেক বড় সেক্টর সেহেতু কাজ শেখা এবং করাটাও কঠিন।
এক কথায় অনেক সময় ধর্য নিয়ে কাজ করার মন মানসিকতা থাকলে ওয়েব ডিজাইন নিয়ে কাজ শুরু করতে পারেন।
ইনকাম কম বেশি
ইনকাম বেশি কমের ব্যাপারে বলতে গেলে আমাদের জানতে হবে, কাজ সহজ হলে তার মুল্য কম।
কাজ কঠিন হলে তা মূল্যও তেমন।
চাইলে গ্রাফিক্সডিজাইন এর থেকেও ওয়েব ডিজাইনার করে বেশি ইনকাম করতে পারে।তবে দ্রুত ইনকাম করতে চাইলে গ্রাফিক্স ডিজাইন ভালো হবে।
এখন আপনার হাতে যদি টাইম থাকে তবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করেন।টাইম কম থাকলে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ শুরু করতে পারেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।