আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের দেখাবো কিভাবে সিম রেজিস্ট্রেশন কার নামে নিবন্ধন করা আছে তা কিভাবে বের করতে হয়।
সিম কার নামে নিবন্ধন
মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে আমাদের মোবাইলের চেয়ে সিম বেশি হয়ে যায়। যার কারনে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম বিপদে পড়তে হয়।
বিভিন্ন সময় আমাদের জানার প্রয়োজন হয় কোন সিম কার নামে নিবন্ধন। যদি নাই বা জানি কোন সিম কার নামে রেজিস্ট্রেশন করা তবে একজন মানুষ যে কত গুলো সিম কিনেছে তা সেও নিজেও বুঝতে পারবেনা।
অনেক সময় এমনও হয় আপনার আইডি ব্যবহার করে অন্য বাক্তি সিম কিনেছে, তা আপনি নিজেও জানেন না। তখন যদি সে কোনো অন্যায় করে পরে ওই সিমের নিবন্ধিত ব্যাক্তিকে খুজলে দেখা গেলো নিমের মালিক আপনি।
তবে এই অপরাধের বিষয়ে আপনি কিছুই না জানলেও আপনিও অপরাধি হয়ে যেতে পারেন।
তাই সীম নিবন্ধন কার নামে আছে, বা নিজের আইডি কার্ডে কয়টা সিম নিবন্ধন করা আছে তা জানা খুব প্রয়োজন আর যদি দেখেন যে আপনার অচেনা কোনো নম্বর আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা তাহলে আপনি নিজেই তা বন্ধ করে দিতে পারবেন।
কিভাবে চেক করবো - সিম কার নামে নিবন্ধন
চেক করার জন্য আপনার NID কার্ড দরকার হবে এবং আপনার এনআইডি এর লাস্ট এর ৪ সংখা দরকার হবে।
আপনার মোবাইলের ডায়াল প্যাডে টাইপ করুন, *16001# কোডটি। তারপর পপআপ ম্যাসেজে আপনার এনআইডি নম্বর জানতে চাইবে। তখন আপনার এনআইডি এর লাস্ট ৪ টা নম্বর দিয়ে Send বাটনে চাপ দিন।
এরপর ফিরতি এসএমএস এ আপনি জানতে পারবেন আপনার ওই আইডি নম্বরে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, এবং কোনো সিম রেজিষ্ট্রেশন করা আছে।
সিম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা
সিম নাম্বার দিয়ে আইডি কার্ড নম্বর বের করা সাধারন ভাবে বের করা যায়না। কোনো এপস বা অনলাইনে এই ধরণের কোনো টুলস পাবেন না।
কারন সিমের প্রতিটি তথ্য সিম কম্পানির কাছে থাকে, তারা চাইবেনা কোনো ব্যাক্তির তথ্য শেয়ার করতে তাই আপনি সিম নম্বর দিয়ে আইডি কার্ড বের করতে পারবেন না।
আর যদি সম্ভব হয়ে থাকে তবে বাংলাদেশ পুলিশ তা করতে পারবেন। তাই যদি সম্ভব হয় আপনি পুলিশের কাছে যেতে পারেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।