আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের জানাবো আকাশ ডিটিএইচ মাসিক বিল সম্পর্কে।
আকাশ ডিটিএইচ এর মাসিক বিল সম্পর্কে অনেকই জানেন না যার কারনে অনেকেই সিদ্ধান্ত নিতে পারেন না। তাদের জন্যই আজকের এই ব্লগ।
আকাশ ডিটিএইচ মাসিক বিল
আকাশ ডিটিএইচ বিভিন্ন প্যাকেজের মাধ্যমে সর্বমোট ৩ টি প্যাকজে বিল নিয়ে থাকে। আকাশ ডিটিএইচ প্রতিটি প্যাকেজে রয়েছে আলাদা আলাদা সার্ভিস।আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজ
এই আকাশ স্ট্যান্ডার্ড প্যাকজটি আকাশ ডিটিএইচ এর আসল প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে আকাশের সকল চ্যানেল রয়েছে।এই প্যাকেজটি নিয়ে আকাশ ডিটিএইচ এর সকল চ্যানেল ও সুবিধা গ্রহন করতে পারবেন।
আকাশ স্ট্যান্ডার্ড প্যাকেজের মাসিক বিল ৪০০ টাকা। সাথে পাবেন ৪০+ এইচডি চ্যানেলসহ মোট ১২৫+ টি চ্যানেল।
আকাশ লাইট প্যাকেজ
আকাশ লাইট প্যাকেজ হলো অল্প চ্যানেল ব্যবহারকারীদের জন্য। এই প্যাকেজে আপনি পাবেন সর্বমোট ৭৫ টি চ্যানেল আর এইচডি চ্যানেল পাবেন ২০ টা।
চাইলে আপনি অ্যাড-অন প্যাক যুক্ত করে এন্টারটেইনমেন্ট, কিডস, স্পোর্টস, ও ইনফোটেইনমেন্ট চ্যানেল নিতে পারেন। এই অ্যাড-অন যুক্ত করতে আলাদা চার্জ দরকার হবে।
এই আকাশ লাইট প্যাকেজের মাসিক বিল ২৫০ টাকা।
আকাশ লাইট প্লাস প্যাকেজ
এই আকাশ লাইট প্লাস প্যাকেজটি করা হয়েছে যারা আকাশ লাইট এর থেকেও বেশি চ্যানেল পেতে চান। মেইন প্যাকেজে আপনি নির্দিষ্ট কিছু চ্যানেল পাবেন আর দরকার হলে অ্যাডঅন প্যাক ব্যবহার করবেন। এই আলাদা এডঅন এর জন্য আপনাকে আলাদা চার্জ করবে।
আকাশ লাইট প্যাকেজে আপনি পাবেন, ২৬+ এইচডি চ্যানেল সহ মোট ৯৫+ চ্যানেল।
বিস্তারিত: আকাশ লাইট প্লাস চ্যানেল লিস্ট ও এডঅন বিস্তারিত - Akash DTH Lite Plus Channel list and addon 2021
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।