আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিওয়ার্ড কিভাবে করতে হয়, ও কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ।
কিওয়ার্ড কত প্রকার কি কি যদি আপনার জানা না থাকে তবে আগের এইসইও পর্বটি দেখে নিন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে।
পর্ব ২: কিওয়ার্ড কি : কিওয়ার্ড কত প্রকার?
কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়
এসইও নিয়ে কাজ করার আগে আপনাকে আগে কিওয়ার্ড রিসার্চ করে নিতেই হবে নয়তো আপনি নির্দিষ্ট গন্তবে পৌছাতে পারবেন না।
পৌছালেও নিশ্চয়তা নেই।
কিওয়ার্ড রিসার্চ করার অনেক সিস্টেম আছে, এখন কয়েকটি জনপ্রিয় মাধ্যম জানবো।
ওয়েবসাইটের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ
অনলাইনে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যায়। ওয়েব সাইটের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করাটা সহজ। যারা মোবাইলে কাজ করেন তাদের জন্য ওয়েবসাইটের মাধ্যমে করাটাই ভালো।
Best Free Keyword Generator
নিচের এই লিংক গুলোর মাধ্যমে ফ্রীতে আপনার কিওয়ার্ড আইডিয়া তৈরি করতে পারবেন।
কিছু কিছু ওয়েবসাইটে কিছু অপশন পেইড থাকতে পারে তবুও যতটুকু ফ্রী আছে তা দিয়েই আমাদের আইডিয়া তৈরি হয়ে যাবে।
উপরের যেকোনো ওয়েব সাইটে ঢুকলেই আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তবে কিছু ওয়েব সাইটে দেশ সিলেক্ট করতে হতে পারে, তখন অবশ্যই আপনি যে দেশের ভিজিটর টার্গেট করতে চান সেই দেশ সিলেক্ট করুন।
বাংলাদেশিদের জন্য পোস্ট লেখার প্রয়োজন হলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন নয়তো সঠিক ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না।
ক্রোম এক্সটেনশন এর মাধ্যমে
যদি আপনি পিসি ব্যবহার করে থাকেন তবে আপনি ক্রোম ব্রাউজারে এক্সটেনশন ব্যবহার করতে পারবেন।
এই এক্সটেনশন ব্যবহার করলে আপনি গুগলে যা সার্চ করবেন তাই কিওয়ার্ড হিসেবে বিস্তারিত জানিয়ে দিবে।
এখানে রিলেটেড কিওয়ার্ড জানার পাশাপাশি এসইও ডিফিকাল্টি সহ বিস্তারিত তথ্য জানাবে যা আপনার আইডিয়াকে আরো নিশ্চিত করবে।
Best free keyword research extension tool
আমার ব্যবহার করা ও পছন্দের কিছু এক্সটেনশন এখানে বলবো, আপনি চাইলে সব গুলোই পরোখ করে দেখতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেইটাই আপনি ইউজ করবেন।উপরের লিংক থেকে যেকোনো একটিতে ক্লিক করে আপনার পিসিতে ইনস্টল করে নিন।তারপর গুগলে সার্চ করে দেখুন।
কিওয়ার্ড রিসার্চ কেন এত গুরুত্বপূর্ণ
আপনি যদি সার্চ ইন্জিন অপটিপমাইজেশন বা SEO করতে চান তবে আপনাকে আগে কিওয়ার্ড রিসার্চ করতেই হবে।
কিওয়ার্ড রিসার্চ হলো SEO করার প্রথম ধাপ।
আপনি যদি না জানতে পারেন যে ভিজিটর রা কি লিখে সার্চ করে বা কতজন কি লিখে সার্চ করে তবে গুগলে কখনই র্যাংক পাবেন না। যদি কিওয়ার্ড রিসার্চ না করেন তাহলে আশানুরূপ ভিজিটরও পাবেন না।
আপনি হয়তো এমন বিষয়ে কাজ করতেছে তা হয়তো কেউ সার্চই করেনা। তবে তো অন্ধের মতো কাজ করা হবে।তাই না?
যে কোনো কাজ করার আগে আপনাকে আগে আইডিয়া ক্রিয়েট করতে হবে আইডিয়া ক্রিয়েট করতেও কিওয়ার্ড রিসার্চ করাটা খুব দরকার।
আপনার প্রতিদ্বন্দ্বী দের চিন্হিত করতেও কিওয়ার্ড রিসার্চ করা দরকার। আপনার প্রতিদ্বন্দ্বী দের চিন্হিত করে আপনি আরো শক্তিশালী এসইও করতে পারবেন এবং তাদের উপরে উঠতে পারবেন।
পূর্ণ SEO এর কাজ শিখতে আমাদের SEO পর্বগুলো দেখুন। আশা করি আপনার উপকারে আসবে।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।