এই SEO Tutorial এ আমরা SEO সম্পর্কে বেসিক ধারণা নিবো। এই এসইও এর পর্ব গুলো WIKiJANA তে পর্ব আকারে প্রকাশ করা হবে।
তাই আমাদের সাথেই থাকুন, আশা করি আপনার কাজে লাগবে।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।
SEO Tutorial
SEO এর আসল কাজ হলো, গুগলে নির্দিষ্ট কথা লিখে সার্চ করলে যে যে ওয়েব সাইট আসবে তার মধ্যে আপনার সাইটের অবস্থান নিশ্চিত করা।আপনার সাইটের এসইও যত ভালো হবে তত উপরে আপনি থাকবেন।
নির্দিষ্ট কিওয়ার্ডে যার ওয়েবপেজ যত SEO অপটিমাইজ করা তার সাইট তত উপরে থাকবে অর্থাৎ নম্বর ১ এ থাকবে।
আর নম্বর ১ এ থাকলেই আপনি যে ভিজিটর পাবেন তা নিচের অন্য কেউ পাবেনা।
আমি সম্রাট রাইহান, এই উইকিজানা এর মাধ্যমে SEO এর পুরো বিষয়ে আলোচনা করবো, ইনশাআল্লাহ।
এসইও কি?
এসইও হলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO এর পূর্ণ ইংরেজি Full form হলো Search Engine Optimization.সার্চ ইঞ্জিনের নিয়মনীতি অনুযায়ী যখন আপনার পেজ সাজাবেন তা সার্চ ইঞ্জিন এর বুঝতে সহজ হয়, যায় করনে গুগল আপনার পেজকে অন্যদের তুলনায় উপরে রাখবে এটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
সোজা কথায় সার্চ ইঞ্জিন যা চায় তা আপনি দিতে পারলেই গুগল আপনাকে সবার উপরে দেখাবে।
আর আমরা পর্বে পর্বে এই সকল বিষয় নিয়েই কথা বলবো।
SEO এর কাজ কি
SEO এর কাজ হলো, নির্দিষ্ট পেজে আপনি কি রাখছেন গুগল যাতে বুঝতে পারে এবং সেই অনুযায়ী যদি কেউ সার্চ করে গুগল যেন তা ভিজিটর এর কাছে পৌছে দেয়।
আপনি আপনার ওয়েব সাইটে যা লিখেছেন গুগল ওই কথা যদি বুঝতে না পারে তবে আপনার সাইট কখনই দেখাবেনা।
দেখালেও প্রথম দিকে আপনার সাইট রাখবেনা।
এসইও শিখতে কতদিন লাগে?
এসইও শিখতে কতদিন সময় লাগে তা অনেকেই ভাবতে পারেন। আসলে SEO যতটা কঠিন মনে হচ্ছে এসইও ততটাই সহজ।
আসলে SEO এর কাজ শুধু কিছু নিয়ম ও প্রাকটিস এর ব্যাপার। আপনি যত ট্রাই করবেন ততটা সুন্দর ভাবে এসইও করতে পারবেন।
আপনি যদি ঠিক মতো ১ মাস সময় দেন এসইও শেখার জন্য তা যথেষ্ঠ। কারন এসইও এর অনপেজ, অফপেজ SEO যদি বুজতে পারেন আর ট্যাকনিক্যাল এসইওটা বুঝতে পারেন তবে অনেকটাই আয়ত্ব করতে পারবেন।
আর কাজ করতে করতে আর কয়েক মাসের মধ্যে আপনি অনেক দক্ষ হয়ে উঠতে পারবেন।
আমরা পর্বে পর্বে অফ পেজ এসইও , অনপেজ এসইও, টেকনিক্যাল এসইও,লোকাল এসইও এই সকল বিষয়ে জানতে পারবো।
এসইও করে আয়
এসইও করে আপনি বিভিন্ন মাধ্যমে আয় করতে পারবেন। যদিও মার্কেটিং এর ক্ষেত্রে বেশি কার্যকারি।
আউটসোর্সিং এর মাধ্যমে আপনার ক্লায়েন্টের ওয়েব সাইটে এসইও করে দেওয়ার মাধ্যমে আয় করতে পারবেন।
নিজের ব্লগ তৈরি করে সেখানে এডসেন্স অথবা আ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আয় করতে পারবেন।
আপনি চাইলে কোনো কম্পানির হয়ে প্রোফেশনাল এসইও এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন।
আপনি আপনার ইকমার্স সাইটের প্রডাক্ট এসইও করে গুগল সার্চ এর উপরে নিয়ে অর্গানিক কাস্টমার এর মাধ্যমে আয় করতে পারবেন।
এই জ্ঞান দিয়ে আপনি অনেক মার্কেটিং এর কাজেই লাগাতে পারবেন। যা আপনার বিজনেস লাইফ সহজ হয়ে যাবে।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।