আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিওয়ার্ড কি, কিওয়ার্ড কত প্রকার ও কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়।
কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় তা হয়তো আমরা অনেকেই জানি আবার আমরা অনেকেই সঠিক মাধ্যমটা জানিনা। এই আর্টিকেল এ পুরো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
কিওয়ার্ড কিঃ
কিওয়ার্ড হলো, আমরা সাধারণত গুগলে যা লিখে সার্চ করি তাই কিওয়ার্ড। তবুও কিছু কিছু কিওয়ার্ড আছে যা অনেকেই একই লেখা লিখে গুগলে সার্চ করে। সেই গুলোকে আমরা এসইও কিওয়ার্ড হিসেবে ধরবো।
Keyword কেন ব্যবহার করা হয়
আমরা যদি জানতে পারি যে, কোন কিওয়ার্ড দিয়ে বেশি সংখ্যক ভিজিটর সার্চ করে তবে আমাদের SEO করতে সহজ হবে এবং ভিজিটর পাওয়ার সম্ভবনা বেড়ে যায়।
আর যদি 🤔 আপনি না জানেন, নির্দিষ্ট কোন কিওয়ার্ড লিখে বেশি ভিজিটর সার্চ করে, তবে আপনি সঠিক ভাবে SEO করতে পারবেন না।
আমরা যখন SEO করবো তখন আমাদের Keyword টা খুব প্রয়োজন হবে।
কিওয়ার্ড কত প্রকার
কিওয়ার্ড সাধারণত কিছু প্রকার আছে। আর এই গুলো সম্পর্কে ধারনা রাখাটাও দরকার। কোন keyword কোথায় ব্যবহার করা যাবে তা আপনি সহজেই বুঝতে পারবেন।
1. Long-tail keyword
লং টেইল কিওয়ার্ড সাধারণত ৩ বা তার বেশি শব্দ গুচ্ছ নিয়ে গঠিত হয়। এই Long-tail কিওয়ার্ড গুলোতে তুলনামুলক ভিজিটর কম হলেও প্রতিযোগিতা কম।
যার কারনে আপনি খুব সহজেই এসইও করতে পারবেন।
Long-tail keyword সাধারনত এমন হয়, web designer in bangladesh এখানে পুরো পৃথিবীর ওয়েব ডিজাইনারদের খোঁজ করা হয়নি। এখানে শুধু বাংলাদেশের ওয়েব ডিজাইনারদের খোঁজ করা হয়েছে।
2. Short-tail keyword
সর্ট-টেইল কিওয়ার্ড সাধারণত ৩ বা তার কম শব্দ গুচ্ছ নিয়ে গঠিত হয়। এই সর্ট-টেইল কিওয়ার্ড গুলো র্যাংক করানো খানিকটা কস্টকর কারন Short-tail Keyword এর প্রতিযোগিতা অনেক বেশি হয়ে থাকে।
Short-tail Keyword নিয়ে কাজ করলে সাধারণত ওই কিওয়ার্ডের উপর প্রচুর রিচার্স করে তারপর ওইটার প্রতিযোগিদের উপর খেয়াল রেখে কাজ করতে হবে।
3. Short-term fresh keyword
সর্ট টার্ম কিওয়ার্ড কিছু সময় বা কয়েকদিনের জন্য কাজ করে থাকে। যেমন মনে করুন, ssc result 2022
এই Short-term fresh কিওয়ার্ড নিয়ে কাজ করার পর র্যাংক থাকলেও, সবাই রেজাল্ট পাওয়ার পর কেউ ভুলেও সার্চ করবেনা এই কিওয়ার্ডটি।
4. Long-term evergreen keyword
আপনি যদি এমন কিওয়ার্ড বাছাই করেন যা আজকেও দরকার আবার ১০ বছর পরেও দরকার। তা জনগন সার্চ করেই যাবে, ধরতে গেলে ওই টা জানার দরকার পড়বে সারাজীবনই, এমন কিওয়ার্ড গুলোকে বলা Long-term evergreen keyword.
যেমন মনে করুন, ভিটামিন এর অভাবে কি হয় ।
এই কিওয়ার্ড লিখে সারাজীবনই কেউনা কেউ সার্চ করবেই, এমন কিওয়ার্ড গুলোকে বলা হয়, Long-term evergreen কিওয়ার্ড।
5. Product defining keyword
নির্দিষ্ট প্রোডাক্ট সেল করার জন্য এই কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়। এই Product defining keyword বলতে কোন প্রোডাক্ট এর কার্যকারিতা কেমন তা সরাসরি বলা।
যেমন, গরমের জুতা। এইটা একটা কিওয়ার্ড। এই গরমের জুতা লেখার সাথে আরো কিছু তথ্য যুক্ত করে কিওয়ার্ড বানানোই হলো Product defining keyword এর কাজ।
আরো পড়ুনঃ
6. Customer defining keyword
নির্দিষ্ট প্রোডাক্ট সেল করার জন্য নির্দিষ্ট কাস্টমার খুজে বের করাই হলো Customer defining keyword।
খুবই স্বাভাবিক।
যদি আপনি জানেন যে ক্রেতাদের কি পছন্দ কোন ক্রেতাদের কি পছন্দ তা অনুযায়ী আপনার কিওয়ার্ড রিচার্চ করতে হবে।
যেমন, ছোটদের জামা কাপড় । এখানে শুধূ ছোটদের টার্গেট করা হয়েছে। গর্ভবতীদের জামার ডিজাইন যা শুধু মাত্র গর্ভবতীদের টার্গেট করা হলো।
7. Geo-targeting keyword
নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট জনগনকে টার্গেট করে যে SEO করা হয় তাই হলো Geo-targeting keyword ।
এই কিওয়ার্ড গুলো এলাকার ছোট দোকান বা শহরের নির্দিষ্ট দোকানের SEO করার জন্য এই কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়।
যেমন, best restaurants in magura এই রকম কিওয়ার্ড গুলোর প্রতিযোগিতা অনেক কম হয় এতে কাজ করা সহজ হয়ে যায়।
8. LSI (Latent Semantic Indexing) keywords
যে কিওয়ার্ড গুলো গুগলে আগে থেকেই ইনডেক্স আছে এই গুলোকে LSI কিওয়ার্ড বলে।
আপনি যদি মোবাইল লিখে সার্চ করতে চান তবে দেখবেন নিচের দিকে অনেক গুলো কিওয়ার্ড চলে আসে।
এই কিওয়ার্ড গুলো আগে থেকেই গুগলে ইনডেক্স হয়ে আছে, আমরা সাধারনত ওখান থেকেই ক্লিক করেই সার্চ করে থাকি।
9. Intent targeting keywords
এই কিওয়ার্ড গুলো সাধারণত কি, কেন, কিভাবে এবং কোথায় ব্যবহার করে প্রকাশ করা হয়।যেমনটা এই ব্লগটা পড়তেছেন, এখানেও আমি কিওয়ার্ড কি ও কত প্রকার এই গুলো নিয়ে আলোচনা করতেছি।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।