ফ্রিল্যান্সিং কি হালাল এই প্রশ্নটির উত্তর জানতে হাজারো মানুষ গুগলে এসে সার্চ করে। আপনি যদি জানতে চান তাহলে আমাদের পোস্ট টি আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে। তো চলুন জেনে নেওয়ার আগে সুচিপত্র টি জেনে নেই।
আরো দেখুনঃ ১২শ+ ফুলের ছবি
সূচিপত্রঃ ফ্রিল্যান্সিং কি হালাল ? ফ্রিল্যান্সিং এর টাকা কি হালাল
- ফ্রিলাঞ্চিং কি
- আউটসোর্সিং কী
- ফ্রিল্যান্সিং কি হালাল
- ফ্রিল্যান্সিং এর টাকা কি হালাল
ফ্রিলাঞ্চিং কি
ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্তপেশা । ফ্রিল্যান্সিং অনলাইন আয়ের একটি জনপ্রিয় উৎস। Wikipedia মতে, ফ্রিল্যান্সিং বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মু্ক্তভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। যারা এ ধরনের কাজ করে তাদের কে ফ্রিল্যান্সার বলে। যারা ফ্রিল্যান্সার এর মাধ্যমে কাজ করিয়ে নেন তাকে বায়ার বলে। ফ্রিল্যান্সিং কে মুক্ত পেশা বলার কারন আপনি যেকোন জায়গা থেকে অর্থাৎ নিজের বাড়িতে বসেই এই ফ্রিল্যান্সিং করতে পারেন।
আউটসোর্সিং কী
আউটসোর্সিং হল এমন একটি ব্যবসায়িক কৌশল যেখানে কোম্পানি বা ব্যক্তিগত কোনো কাজ নিজে করার পরিবর্তে অনলাইনের মাধ্যমে বাইরের ফ্রিলাঞ্চেরকে নিয়োগ করে।। আউটসোর্সিং শব্দটি "বাইরে" এবং "রিসোর্সিং" এর সংমিশ্রণ থেকে এসেছে।
বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) বিশেষভাবে সেই কোম্পানিগুলির জন্য প্রযোজ্য যারা তাদের ক্রিয়াকলাপের বিভিন্ন দিক তৃতীয় পক্ষের বিক্রেতার সাথে চুক্তি করে। বহু বছর ধরে, আউটসোর্সিং বাজারটি উতপাদন শিল্পের চারপাশে ঘোরে, কিন্তু আজ আউটসোর্সিং অনেক ধরণের পণ্য এবং পরিষেবা অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছে।
ফ্রিল্যান্সিং কি হালাল
আপনি যদি সঠিক গাইড লাইন মেন কাজ করেন তাহলে ফ্রিল্যান্সিং হালাল। ফ্রিল্যান্সিং হালাল কিনা জানার জন্য আমরা এখন স্টেপ বাই স্টেপ জেনে নিবো।
আমরা জানি বায়ার যে কাজটি দেয় সেই কাজটি যে কমপ্লিট করে সে হলো ফ্রিল্যান্সার । আর যে কাজ টি কমপ্লিট করিয়ে নেয় তার দিক থেকে সেটি আউটসোর্সিং।
- আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন তাহলে সেখানে আপনাকে অনেক ধরনের ছবি আকাতে হয় যেমন মানুষের ছবি, কোনো পশুর ছবি। আমরা একজন মুসলমান হিসেবে জানি যে মানুষ বা পশু পাখির ছবি আকানো হারাম। যদি আপনি এসব কাজ এড়িয়ে অন্যান্য যে কাজ যেমন কোনো কোম্পানির লোগো, বা একটি বইয়ের প্রথম পেজের লোগো, ইত্যদি কাজ গুলো করতে পারেন।
- একজন মুসলিম হিসেবে আপনার জানা আছে যে আমানত কি? যিনি আপানকে কাজটি দিবে তার কাজটি যদি আপনি আমানত স্বরূপ করতে পারেন তাহলে ফ্রিলাঞ্চিং হালাল হবে। যেভাবে কাজটি চাইবে ঠিক সেই ভাবে করে দিতে হবে।
- কারো অধিকার খর্ব না করা । যেমন আমার এই লেখাটি কেউ কপি করলে সেটি হারাম হবে।
- টাকা লেনদেনের ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় না নেয়া।
- মিথ্যা ও প্রতারণার আশ্রয় না নেয়া ইত্যাদি।