আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ফটোশপে কিভাবে webp ফাইল সেভ করতে হয়, এবং webp ফাইলের ব্যবহার।
কেন webp ফাইল ব্যবহার করবোঃ
webp ফাইল হলো গুগলের তৈরি করা একটি ফাইল ফরম্যাট যা আপনি কমপ্রেস করেও ব্যবহার করতে পারবেন। অথবা কম্পেস না করেও ব্যবহার করতে পারবেন।
এই ফাইল এর সব থেকে ভালো দিকটি হলো, এইটা অধিকাংশ ব্রাউজার ভালো ভাবে ব্রাউজ করতে পারে।আর যদি কোনো ব্রাউজার webp ফাইল সাপোর্ট না করে তবে আবার jpg সহ অন্য কোনো ফরম্যাটে দেখাবে। এতে করে কোনো জায়গায় ফাইল লস হবেনা।
তাছাড়াও এই ফাইল আমাদের ওয়েব সাইটে ব্যবহার করলে আমাদের ওয়েব সাইট অনেক দ্রুত লোড হবে।আমাদের ওয়েব সাইট বেশির ভাগ সময় স্লো হয়ে থাকে ফটো ব্যবহার এর কারনে। তাই যদি আপনার ওয়েব সাইটে এই ফরম্যাটের ছবি গুলো আপনার ওয়েব সাইটে ব্যবহার করেন তবে আপনার ওয়েব সাইট দ্রুত লোড তো হবেই তাছাড়াও এসইওতে আপনার সাইট ভালো র্যাংক করবে।
আপনি যদি খেয়াল করে দেখেন অনেক ভালো ভালো ওয়েব সাইট গুলো এখন webp ফরম্যাট ব্যবহার করছে। আপনি ওই সকল ওয়েব সাইটের ফাইল সেভ করতে গেলেই বুঝতে পারবেন, লিংকের শেষে দেখা যাচ্ছে .webp ।
যেহেতু webp ফরম্যাট টা ওয়েব সাইটের জন্যই বানানো হয়েছে তবে অবশ্যই আমাদের ওয়েব সাইটের এইটা ব্যবহার করা উচিৎ বলে আমি মনে করি।
কিভাবে .webp ফরম্যাটে কনভার্ট করবোঃ
আপনি বিভিন্ন ভাবে আপনার ফটোকে .webp ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে, ফটোশপের মাধ্যমে, যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন তবে প্লাগইনস এর মাধ্যমে webp তে কনভার্ট করতে পারবেন।
অনলাইনের মাধ্যমে webp তে কনভার্ট করুনঃ
আপনি যদি গুগলে সার্চ করেন যে, Convert images to WebP , photo to webp, png to webp, how to create webp images তাহলে আপনি বিভিন্ন ওয়েব সাইট পেয়ে যাবেন যেখান থেকে খুব সহজেই আপনারা আপনার ফটোকে webp তে কনভার্ট করতে পারবেন।
আর যারা অনলাইন জেনারেটর ব্যবহার করতে চান না। তারা ফটোশপের মাধ্যমে এই কাজটি করতে পারেন।
ফটোশপের মাধ্যমে webp তে কনভার্টঃ
আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন আপনার যেকোনো ফটো সেভ করতে গেলে আপনি অন্য সকল ফরম্যাট পেয়ে থাকলেও webp ফরম্যাট খুজে পাবেন না।
তাই আমরা এখন দেখবো কিভাবে আমাদের ফটোশপে ওয়েবপি ফরম্যাট সাপোর্ট করাবো।
এই কাজ করার জন্য আমাদের শুধু মাত্র একটা কাজ করতে হবে।তা হলো একটা প্লাগইন ইনস্টল করতে হবে আপনার ফটোশপে।
কি কি লাগবেঃ
- webp কনভার্টার প্লাগইনস ডাউনলোড করতে হবে
- ওই প্লাগইনস টা আপনার ফটোশপের নির্দিষ্ট ফোল্ডারে রাখতে হবে।
- যদি ফটোশপ অন থাকে তবে ফটোশপ বন্ধ করে আবার চালু করতে হবে।
CLICK HERE TO DOWNLOAD (GDrive)
2. আপনার কম্পিউটার এর THIS PC বা MY Computer এ চলে যান
আপনার ফটোশপ যদি 32 বিটের টা ইনস্টল করা থাকে তবে Program File(x86) ফাইল এ ক্লিক করুন, আর যদি আপনার ফটোশপ 64 বিটের হয় তবে শুধু মাত্র Program File ফাইল এ ক্লিক করুন।
এবার Adobe ফোল্ডারে ডাবল ক্লিক করুন
Adobe Photoshop এ ক্লিক করুন
Plug-ins এ ক্লিক করুন
আপনার সেই ডাউনলোড করা ফাইলটি কপি পেস্ট করে এই ফোল্ডার এর ভিতর রাখুন
আপনার ইনস্টল করার কাজ শেষ।
এবার আপনি ব্যবহার করবেন কিভাবে সেইটা দেখি।
যেকোনো ফটো আপনার ফটোশপে আগে ওপেন করুন বা তৈরি করুন।
এরপর CTRL + S বাটনে চাপ দিন। এবার দেখতে পাবেন webp ফরম্যাট চলে আসছে। এবার সেভ বাটনে ক্লিক করুন।
এবার OK বাটনে ক্লিক করলেই আপনার webp ফাইলটি সেভ পেয়ে যাবেন।
আপনি চাইলে এখান থেকে কুয়ালিটি কমিয়ে আপনার ফাইল সেভ করতে পারবেন। তবে 85 এর কমানো ঠিক হবেনা।
WordPress এ প্লাগইনস এর মাধ্যমেঃ
আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের ছবি গুলো খুব সহজে webp তে কনভার্ট করতে পারবেন।
ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে গিয়ে Plagins থেকে Add New তারপর সার্চ করুন, Imagify তারপর ইনস্টল করুন ও এক্টিভ করুন।
চাইলে আলাদা ভাবে ডাউনলোড করেও ইনস্টল করতে পারবেন Imagify – Optimize Images & Convert WebP
আশা করি সবাই বুঝতে পেরেছেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।