আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম! আজকে আপনাদের জানাবো মোবাইল দিয়ে কি ওয়েব ডিজাইন করা যায় কিনা। আর ওয়েব ডিজাইন শেখা গেলেও মোবাইল দিয়ে ওয়েব ডিজাইনের কাজ করা যাবে কিনা আর মোবাইলের মাধ্যমে কিভাবে শেখা যাবে।
মোবাইলে ওয়েব ডিজাইনঃ
হ্যাঁ, আপনার হাতের মোবাইল ফোন দিয়েই ওয়েব ডিজাইন শেখা শুরু করতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে ওয়েব ডিজাইন শেখার, তবে বসে না থেকে মোবাইলের মাধ্যমেই প্রথমে শেখা শুরু করে দিন।আমরা সাধারনত যে সকল স্মার্টফোন ইউজ করি তা একটা সাধারন কম্পিউটার চেয়ে কম নয়। কারন যেখানে আপনি ইন্টারনেটের সকল কিছুই করতে পারতেছেন চাইলে যা ইচ্ছা ইনস্টল করতে পারতেছেন সেখানে ওয়েব ডিজাইন করা যাবেনা কেন?
আপনার এন্ড্রয়েড ফোনের গুগল প্লেস্টোর থেকে সার্চ করে দেখতে পারেন ওয়েব ডিজাইন রিলেটেড প্রচুর এপস ও কোড এডিটর রয়েছে। ওই গুলো ডাউনলোড করে আজই কোডিং শেখা শুরু করতে পারবেন।
মোবাইলে ওয়েব ডিজাইন শিখতে কি কি এপস লাগেঃ
মোবাইল এ ওয়েব ডিজাইন শিখতে একটা কোড এডিটর এপস লাগবে যেখানে আপনার শেখা কোড গুলো লিখে লিখে ট্রাই করতে করতে শিখবেন। আর আপনার প্রয়োজন মতো বিভিন্ন বাংলা ইংরেজি কোড লার্নিং এপস আছে, ওই গুলো চাইলে ডাউনলোড করে ব্যবহার করে দেখতে পারেন।
- Programming Hero: Coding Just Got Fun
- Sololearn: Learn to Code for Free
- W3Schools
- Mimo: Learn coding in HTML, JavaScript, Python
মোবাইলে ওয়েব ডিজাইন আসলেই সম্ভবঃ
মোবাইলে ওয়েব ডিজাইন করা আর মোবাইলে ওয়েব ডিজাইন শেখা আলাদা বিষয়। ওয়েব ডিজাইনার হওয়ার আগে আপনাকে আগে অবশ্যই ওয়েব ডিজাইন শিখতে হবে। তাই বলতে পারি, কিছুনা হলেও আপনি মোবাইলের মাধ্যমে ওয়েব ডিজাইন শেখা শুরু করতে পারেন।
আমার জানা মতে যারা আজ বড় বড় ওয়েব ডিজাইনার তারা অধিকাংশই মোবাইলের মাধ্যমে অনেকটাই শিখেছে।যদিও আমি বলতেছিনা যে মোবাইলে পুরো শেখা সম্ভব তবে আপনার শুরু করার জন্য মোবাইল অনেকটা হেল্প করতে পারে।
আপনি হয়তো মোবাইল দিয়েই ক্লায়েন্টের কাজ করতে পারবেন না তবে মোবাইল আপনাকে শেখাতে থাকবে তবে চাই ইচ্ছা শক্তি।অনেকেই আছে তারা মনে করে আমার কম্পিউটার নাই, কিভাবে শিখবো? একবারে কিনে তারপর শিখবো, পরে দেখা যায় তারা ঠিকই কম্পিউটার কিনেছে তবে তারা এখন গেম খেলে আর গান শুনে।
কারন তখন ওয়েব ডিজাইন হটাৎ করেই শিখতে ভালো লাগেনা আর যদি আগে থেকেই প্রাকটিস থাকে পিসি কেনার পরেই যেগুলো এতদিন শিখতে তাই দিয়েই কাজ শুরু করে এতে করে তার কাজ শেখার গতি ঠিক থাকে।
মোবাইলের কোড এডিটরঃ
মোবাইল দিয়ে কোড করে করে শিখতে চাইলে আপনার অবশ্যই কোড এডিটর লাগবে,যার মাধ্যমে আপনি আরো ভালো করে কোড করে করে শিখতে পারবেন।
কিছু কোড এডিটর নাম ও লিংক দিচ্ছি আপনি চাইলেই আপনার পছন্দ মতো একটা ব্যবহার করতে পারবেনঃ
আশা করি মোবাইলে ওয়েব ডিজাইন করা যায় কিনা এই বিষয়ে ধারনা পেয়েছেন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।