আস্সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজকের নতুন টপিকে আপনাকে স্বাগতম!
ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগেঃ
ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগবে তা নির্ভর করবে আপনি কি কাজ শিখতেছেন আর সেই কাজ আপনি কত চেস্টা করে শিখতেছেন।আপনি যদি প্রয়োজন অনুযায়ী চেস্টা না করেন তবে কখনই খুব দ্রুত সফল হতে পারবেন না।আপনি যত স্লো ভাবে শিখবেন বা চেস্টা করবেন তত সময় লাগবে ফ্রিল্যান্সিং করতে।
ফ্রিল্যান্সিং শেখার সময় বলা অনেকটাই কষ্টসাধ্য তবে এতটুকু বলা যেতে পারে যদি প্রোফেশনাল ভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চান তবে অতিরিক্ত সময় শেখাতে ব্যায় করার চেয়ে সঠিক কোনো পথ নাই।
তাই ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে আপনার কাছে আপনিই ভালো প্রশ্ন করতে পারবেন।
- মোবাইলে ওয়েব ডিজাইন - মোবাইল দিয়ে ওয়েব ডিজাইন শেখা যায়?
- ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এর মধ্যে পার্থক্য
ওয়েব ডিজাইন শিখতে কত দিন সময় লাগেঃ
ওয়েব ডিজাইন শিখতে ৫ থেকে ৬ মাস বা তার কম বেশি সময় লাগবে পারে।ওয়েব ডিজাইন শিখতে প্রতিদিন কিছু ঘন্টা সঠিক ভাবে টাইম দিলেই হবে।যদি আপনি ভালো ভাবে বুঝে শিখতে পারেন তবে আপনি কয়েক মাসের মধ্যেই শিখতে পারবেন।
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কত সময় লাগেঃ
ওয়েব ডেভেলপমেন্ট হলো টেক রিলেটেড।টেকনোলোজি সব সময় আপডেটেড।তাই সঠিক ভাবে বলাটা অনেকটাই কঠিন।এটাও আপনার চেষ্টার উপর নির্ভর করবে।
ওয়েব ডেভলপমেন্ট এর পথ একটু কঠিন হলেও কিছুটা সহজ হবে কারন আপনি অলরেডি ওয়েব ডিজাইনের পথ পাড়ি দিয়ে আসছেন।ওয়েব ডেভেলপমেন্ট শিখতে সাধারন ভাবে ১ থেকে ২ বছর সময় লাগতে পারে তবে ভালো ভাবে কারোর মাধ্যমে শিখলে টাইম কম লাগতে পারে।
SEO শিখতে কতদিন লাগেঃ
এসইও এর বেসিক শিখতে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। আর এসইও তে এক্সপার্ট হতে আপনার 6 মাস হতে এক বছর সময়ও লাগতে পারে।এসইও এর জন্য আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন কিছু জানার ও বুঝার চেস্টা করতে হয়।
SEO শিখতে আপনার ততদিনই লাগবে যতদিন আপনি সঠিক ভাবে কোনো সাইট র্যাংকিং করতে অথবা কোনো ওয়েব পেজকে গুগল এর ৫ নম্বর লিষ্টের মধ্যে না আনতে পারবেন।
এই পোস্টে প্রকাশিত প্রতিটি বিষয় আমার এক্সপেরিয়েন্স ও বিভিন্ন রিসার্চ এর মাধ্যমে প্রকাশিত। এই গুলো সঠিক ভাবে বলাটা সম্ভব না তবুও সবার জানার চাহিদা মেটাতে পোস্ট করা মাত্র।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো। এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।