ইংরেজি এর কত টা গুরুত্ব যারা অলরেডি ফ্রিল্যান্সিং করে তারা ছাড়া ভালো কেউ জানেনা।কারন তাদের প্রতিটি কাজ প্রতিটি জিনিস এর জন্য সব সময় দরকার ইংরেজি। শুধু ফ্রিল্যান্সিং এর কাজ শিখেই কাজ করার কথা ভাবলেই ফ্রিল্যান্সিং করতে পারবেন না। কাজ শেখার পাশাপাশি আপনার দরকার ইংরেজিতে দক্ষ হওয়া, কারন আপনি যদি কারোর মনের কথা ভালো ভাবে বুঝতেই না পারেন অথবা আপনার কথা তাকে বুঝাতেই না পারেন তবে আপনার কাজ টি করবেন কি করে আপনার বায়ারের সাথে?
কেন ফ্রিল্যান্সিং এ ইংরেজিঃ
আমরা সবাই কিছুটা হলেও অবগত আছি যে, আমরা যে সকল কাজ করবো তা সবই দেশের বাইরে বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন মার্কেটপ্লেসের মাধ্যমে। মার্কেটপ্লেসে বিভিন্ন দেশের লোক থাকে সবাই ইংরেজি ইন্টারনেশনাল ভাষা হওয়ার কারনে ইংরেজি টাই সবার পছন্দ।
যাতে করে মনে হবে সবাই এখানে এক দেশের মানুষ, তাই সবার সাথে কথা বলতে কাজ করাতে এবং কাজ করতে অনেক সুবিধা হয়।
আপনি যেই কাজ ই করেন না কেন , ওয়েব ডিজাইন ও ডেভলমেন্ট হোক, গ্রাফিক্স ডিজাইনই হোক আপনাকে ইংরেজি জানতেই হবে।
না হলে হয়তবা কাজ পেতে পারেন তবে কাজ শেষ করতে পারবেন না, কারন বায়ার যা চাইতেছে তা আপনি বুঝতেই পারেন নাই।
ফ্রিল্যান্সিং এ আরো বিভিন্ন কাজে ইংরেজি এর ব্যবহার করা হয় যেমন,
অনেকসময় কাজ বুঝিয়ে দেওয়ার জন্য বায়ার মিটিং এর ব্যবস্থা করে থাকে। তখন আপনি ইংরেজি তে কাচা হলে মিটিং এর অবস্থা খারাপ হতে বেশি দেরি করতে হবেনা।
পেমেন্ট এর বিষয়ে সঠিক আলোচনা করার ক্ষেত্রে ইংরেজি খুবই প্রয়োজন কারন আপনার কাজ অনুযায়ী তার কাছে পেমেন্ট দাবি করা ।তাকে বুঝে নেওয়া তার সাথে কাজ করা কতটা ভালো মন্দ।
পরিশেষে মুটামুটি কাজ শেষ করতে পারলেও আপনার কাজের আসল মূল্য আপনি পাবেন না।
কারন আপনি ভাষা ভালো না বুঝলে বায়ারের কিন্তু অনেক কস্ট হয়। সে আপনার কাজে কখনো খুশি হতে পারবেনা। যতই আপনি ভালো কাজ করে দেন।
কিভাবে খুব সহজে ইংরেজি আয়ত্ব করবেনঃ
ইংরেজি শেখার জন্য যা যা করা প্রয়োজন তা জানা সত্বেও যদি আপনি এগুলো এপ্লাই না করেন তবে আপনি ইংরেজি শিখতে পারবেন কিনা, তা আপনি নিজেই জানেন।
ইংরেজি এর ভয়ঃ
ইংরেজি এর ভয় পায়না এমন লোকের অভাব খুব কমই আছে। কারন একটা না একটা সময় সবাই ইংরেজিকে ভয় পাবেই এটাই স্বাভাবিক, কারন আমরা ছোট বেলা থেকেই শিখে আসছি, ইংরেজি অনেক কঠিন সাবজেক্ট যা আসলেই সত্য নই।
আমরা যদি ঠিক ভাবে বুঝে পড়তাম আর ভয় না পেতাম তবে SSC এর মধ্যে আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম।
আমরা সব সময় মনে করতাম ইংরেজি দিয়ে কি হবে? আমরা জানতামই না।ইংরেজি খেতে হয় নাকি মাথায় দিতে হয়। আমাদের হয়তবা ইংরেজি শেখানো হয় ঠিকিই তবে এর গুরুত্ব কখনোই বলা হয়না।
বাংলা এতোটা কঠিন হওয়া সত্বেও আমরা যদি শিখতে পারছি তবে ইংরেজি কোনো ব্যাপার ই না।
যেখানে বাংলা ওয়ার্ড কতগুলো আর ইংরেজি তো কয়টা। ভিনদেশিদের অন্য ভাষা শেখার থেকে বাংলা শিখতে তাদের কতটা কস্ট হয়, আপনি হয়তবা বুজতে পারছেন।
তাইলে আপনি কেন পারবেন না।
প্রাতিষ্ঠানিকভাবে ইংরেজি শেখাঃ
প্রাকিষ্ঠানিকভাবে ইংরেজি শেখার গুরুত্বই আলাদা কারন আপনি যতই নিজে চেস্টা করেন তবে প্রাতিষ্টানিক ভাবে যেভাবে আগাতে পারবেন সেভাবে নিজে নাও আগাতে পারেন। আমি বলছিনা যে আপনি পারবেন না। আপনি অবশ্যই পারবেন। তবে অনেকটা কঠিন হয়ে পড়বে যদিনা আপনার মনবল অতটা না থাকে।
প্রচুর ইংরেজি শোনাঃ
প্রচুর ইংরেজি শুনলে অবশ্যই আপনি খুব সহজেই ইংরেজি আয়ত্ব করতে পারবেন। যেমন টা ভেবে দেখেতে পারেন, একটা ছোট বাচ্ছা কিভাবে ভাষা শিখে অবশ্যই তার কোনো কিছুই শেখানো লাগেনা। শুধু সে শুনতে থাকে।শুনতে শুনতে একসময় সে কথা বলতে পারে। একটা ছোট শিশু যত কথা শুনবে তত তারাতারি কথা বলতে শিখবে।সেম ভাবে আপনিও যত বেশি ইংরেজি শিখবেন তত বেশি ইংরেজি শিখতে পারবেন।
কি কি করতে পারেনঃ
আপনি ইংরেজি শিখতে প্রতিনিয়ত যা যা করতে পারেন তা নিচে লিস্ট আকারে দিয়ে দিচ্ছি।
- ইংরেজি গান শুনতে পারেন।
- ইংরেজি সিনেমা দেখতে পারেন।
- ইংরেজি বক্তৃতা শুনতে পারেন।
- ইংরেজি প্রত্রিকা পড়তে পারেন
- বাড়ির ছোট ভাইবোনদের ইংরেজি পড়াতে পারেন।
- যে বাক্য না বুঝবেন সাথে সাথে নোট করা এবং ট্রান্সলেট করা
- পুরো সারাদিন যে ইংরেজি লাইন টা ভালো লেগেছে ওটা লিখে রাখা।
- সঠিক ভাবে বুঝে শুনে কথা বলার চেস্টা করা ।
বোনাস টিপস
আপনি চাইলে আপনার পারসোনাল ফেসবুক বাদে আপনি নিজের একটা টুইটার একাউন্ট খুলবেন এবং ছোট ছোট আপনার নিজের ভালো লাগা কথা শেয়ার করবেন। টুইটারে কেউ দেখুক বা না দেখুক আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। তারপরও যারা ইংরেজি পারে তাদের ফ্লো করুন। তাদের সাথে ইংরেজিতে চ্যাট করুন। তাদের সাথে বন্ধত্ব করুন।
এই আর্টিকেল টি পুরোটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করুন, আশা করি আপনি উত্তর পাবেন।আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান আমরা জানানোর চেস্টা করবো।
এই আর্টিকেলটি WikiJana.Com সাইটের সম্পদ তাই যদি কেউ কপি করেন তবে আপনারা অবশ্যই ক্রেডিট দিবেন নয়ত আপনার সাইট কপিরাইটের অধিনে চলে যেতে পারে।