অনেকেই এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত ভাবে বুঝতেছেনা তাই আমি এটা নিয়ে বিস্তারিত লেখলাম।
আকাশ ডিটিএইচ এর সম্পর্কে পুরোটা জানতেঃ আকাশ ডিটিএইচ এর বিস্তারিত রিভিউ - Detailed review of Akash DTH
আকাশ লাইট কিঃ
আকাশ লাইট আসলে আকাশ ডিটিএইচ এর একটি প্যাকেজ এর নাম এই Package এ গ্রাহক কম
মূল্যে দরকারি চ্যাণেল গুলো পাচ্ছেন গ্রাহকেরা।তাইলে সাথে আপনার পছন্দের চ্যানেল
এড করে নিতে পারবেন। যা আমার কাছে ভালো লেগেছে।
কেন AKASH LITE ব্যবহার করবোঃ
প্রথমে যখন আকাশ তাদের সার্ভিস নিয়ে আসে তাদের মাসিক বিল ৩৯৯ টাকা যা অনেকটা
ব্যয়বহুল ,নিম্ন আয়ের জনগনের জন্য এই ব্যায় বহন করা সম্ভব না । তাই তাদের সার্ভিস
অনেকেই নিতে চাইনি।এবার AKASH DTH যখন জনগনের কথা ভেবে আবার নতুন প্যাকেজ চালু
করে,যার নাম দেয় আকাশ লাইট আসলে লাইট বলতে বুঝানো হয়েছে ছোট ভার্সন, এক কথায় যেমন
ফেসবুকের লাইট ভার্সন।
সুবিধা কি আকাশ লাইটেঃ
আকাশ লাইটে আপনি পাচ্ছেন আপনার মনের মতো করে আপনার নিজস্ব প্যাকেজ সাজানোর
স্বাধিনতা। আপনি আপনার পছন্দের প্যাকেজ অনুযায়ী আপনার বিল আসবে।
আকাশ লাইনে আপনি বাংলাদেশি প্রায় সকল চ্যানেল সহ বিনোদনের অনেক চ্যানেলই
পাচ্ছেন।যা আপনি পূর্ন টিভি দেখার স্বাদ মিটালেও মিটাতে পারেন।যে চ্যানেল গুলো
আপতত রাখছে এই লাইট প্যাকেজে তা আমার ভালোই লেগেছে। কি কি চ্যানেল আছে তা
আপনি নিচে থেকে দেখে নিতে পারবেন।
Lite এ কত টাকায় কতটি চ্যাণেলঃ
আপনি মাত্র ৳২৪৯ টাকায় লাইট প্যাকেজটি এক্টিভ করতে পারবেন।লাইট প্যাকেজে
পাচ্ছেন ২০টি এইচডি (HD) চ্যানেল সহ মোট ৭০টি চ্যানেল যা আমার কাছে যথেষ্ট মনে
হয়েছে।আপনারা চাইলেই এই প্যাকেজ এর সাথে এডঅন প্যাকেজ যুক্ত করে নিতে পারবেন।
Add on packs কি ও কিভাবে এড করবোঃ
এডঅন প্যাকেজ হলো আপনার মেইন লাইট প্যাকেজের সাথে আপনি চাইলে আরো চ্যাণেল অথবা
চ্যাণেল প্যাক এড করতে পারবেন এটাই হলো Add on Pack.
এডঅন প্যাক যদি আপনি এড করতে চান তবে আপনি তাদের হেল্প লাইনে যোগাযোগ করতে পারেন।
তারা আপনাকে হেল্প করবে। আকাশের হেল্প লাইন সহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এখন আপাতত ৪ টি এড প্যাক আছে।
কোনো সমস্যা হলেই যেহেতু আকাশকে বারবার কল করতে হয় তাই আমি পরবর্তিতে চেস্টা করবো কিভাবে আপনারা আকাশ হেল্প লাইনে ফ্রি কল করে আপনার সেবাটি নিতে পারবেন তা নিয়ে পোস্ট করার। তাই আমাদের সাথেই থাকুন।
ADD ON PACK এর টাকা কিভাবে হিসাব করবোঃ
যেহেতু আকাশ লাইটের প্যাকেজ মূল্য ৳ ২৪৯ টাকা সেহেতু যদি আপনি খেলার চ্যানেল নিতে
চান তবে আপনার এর সাথে যোগ করতে হবে ৭১ টাকা তার মানে আপনার খরচ হবে ৳৩২০ টাকা।
যদি চান আপনি এন্টারটেইনমেন্ট এর চ্যানেল এড করবেন তাহলে আপনার মোট টাকার সাথে
যোগ করতে হবে ৭৫ টাকা।
শুধু আকাশ লাইটে কি চ্যানেলঃ
আপনারা Akash Lite এ পাচ্ছেন ৭০ টি চ্যানেল যার মধ্যে ২০ টি এইচডি (HD)
নিচে একে কয়টি চ্যানেল এর তালিকা দেওয়া হলোঃ
- BTV
- BTV WORLD
- ATN BANGLA
- MY TV
- EKUSHE TV
- NTV
- RTV HD
- BANGLA VISION
- DESH TV
- MASRANGA HD
- MOHONA TV
- BIJOY TV
- ASIAN TV HD
- SATV HD
- CHANNEL 9 HD
- DEEPTO TV HD
- NAGORIK TV HD
- BANGLA TV
- ANANDA TV
- CHANNEL I HD
- ZEE BANGLA HD
- STAR PLUS
- ZEE TV HD
- SONY TV
- AL QURAN
- KBS WORLD
- ARIRANG TV
- TV5MONDE
- SAUDI ARABIA
- NATIONAL GEOFRAPHIC CHANNEL
- DISCOVERY
- DURONTO HD
- ZEE BANGLA CINEMA
- ZEE ACTION
- BOISHAKHI TV
- ZEE BOLLYWOOD
- SONY MAX
- CINELEX HD
- B4U MOVIES
- GAAN BANGLA
- SANGEET BANGLA
- B4U MUSIC
- MTV HD+
- 9XM
- ZING
- ZEE ETC
- SONY MIX
- MUSIC INDIA
- SANGSHAD TV
- INDEPENDENT TV
- ATN NEWS
- SOMOY TV
- CHANNEL 24
- CHANNEL 71 HD
- JAMUNA TV
- NEWS 24 HD
- DBC NEW HD
- GEO NEWS
- ALJAZEERA HD
- DW
- NHK WORLD
- CGTN
- GTV HD
- ARY DIGITAL
- BANGLA TALKIES
- HUM MASALA
- & TV
- MASTI
- MUSIC F FATAFATI
- BTV CHATTAGRAM
আপনারা উপরের চ্যাণেল গুলো পাচ্ছেন ৳ ২৪৯ টাকায়। যদি আপনারা চান আপনাদের এই
চ্যানেলের সাথে আরো চ্যানেল এড করতে তাহলে আপনারা এডঅন প্যাকেজ এড করতে পারবেন।
নিচে এডঅন প্যাকেজ কোনটায় কি কি চ্যানেল পাবেন তা উল্লেখ করা হলো।
Entertainment-Pack (এন্টারটেইনমেন্ট প্যাক)
যারা বিনোদন প্রেমী আপনি এই Add on প্যাকটি আপনার লাইট প্যাকেজের সাথে যোগ করতে
পারবেন।তারজন্য আপনার লাইট প্যাকেজের মোট টাকার সাথে ৭৫ টাকা যোগ করতে হবে, যেমনঃ
২৪৯+৭৫=৩২৪ টাকা
Infotainment-Pack (ইনফোটেইনমেন্ট প্যাক)
আপনারা যারা তথ্য সন্ধানি তাদের জন্য এই এডঅন প্যাকটি আপনার লাইট প্যাকেজ এর সাথে
নিতে চাইলে সাথে আরো যোগ করতে হবে ৳৪৫ টাকা। তাহলে আপনার হিসাব হবেঃ ২৪৯+৪৫=২৯৪
টাকা।
Kids-Pack (কিডস প্যাক)
ছোট বাচ্ছাদের জন্য রয়েছে আলাদা এডঅন প্যাক যা আপনি পাচ্ছেন ৩০ টাকায় । তাইলে
আপনার লাইট প্যাকের সাথে যোগ করতে হবে আরো ৩০ টাকা ।কিডস প্যাকের কারনে আপনার
হিসাব হবে , ২৪৯+৩০=২৭৯ টাকা।
Sports-Pack (স্পোর্টস প্যাক)
আপনারা যারা খেলা ভক্ত তাদের তো এই এডঅন প্যাক ছাড়া কোনো কথাই নাই।তাইলে আপনারা
আপনার লাইট প্যাকের সাথে এটা এড করতে আপনার খরচ হবে ৳৭১ টাকা , যাতে আপনার হিসাব
হবে ২৪৯+৭১=৩২০ টাকা।
আপনি চাইলে ইচ্ছামতো এডঅন প্যাক নিজের লাইট প্যাকের সাথে যোগ করতে পারবেন।যা আপনার নিজের ইচ্ছা অনুযায়ী।
আকাশ ডিটিএইচ এর সকল ধরনের আপডেট আমাদের এই সাইট থেকে পেতে পারেন।তাছাড়াও আমাদের
সাইটে আপনারা বিভিন্ন ধরনের ট্যাকনিক্যাল পোস্ট পাবেন যা আপনার প্রযুক্তির পথ সহজ
করে দিবে।