Conjunction (সংযোগ) কি বা কাকে বলেঃ
Conjunction একটি part of speech (বাক্যের অংশ)।যে word টি দুইটি শব্দ বা বাক্যংশকে যুক্ত করে তাকে Conjunction বলে।
যেমনঃ
- Apon and Papon are two brother. আপন এবং পাপন হয় দুই ভাই।
- I can work but I can't speak English. আমি কাজ পারি কিন্তু আমি ইংরেজি পারিনা।
- Do or die. করো অথবা মরো।
Conjunction কত প্রকার ও কি কিঃ
Conjunction এর প্রধানত তিনটি প্রকারভেদ রয়েছে।
- Co-ordinating Conjunction. (সমন্বয়ের সাথে)
- Sub-ordinating Conjunction. (অধীনস্থ সংমিশ্রণ)
- Correlative Conjunction. (সংশোধনমূলক সংমিশ্রণ)
1. Co-ordinating Conjunction:
যে Conjunction দুইটি সমজাতীয় Word বা Sentence-কে যুক্ত করে তাকে Co-ordinating Conjunction বলে।
যেমনঃ
- He stood first and got a prize. তিনি প্রথমে দাড়ালেন এবং পুরষ্কার পেলেন।
- Read carefully or you will fail. যত্নে পড়ো নয়তো ফেল করবে।
- She is sad but hopeful. তিনি দুঃখিত কিন্তু আশাবাদী।
2. Sub-ordinate (অধীন) Conjunction:
যেসব Conjunction এক বা একাধিক Sub-ordinate clause (অধস্তন) কে Principle clause (প্রধান ধারা) -এর সঙ্গে সংযুক্ত করে,তাদেরকে Sub-ordinate conjunction বলে।
যেমনঃ
- As he was ill, he couldn't attend his class. তিনি অসুস্থ থাকায় তিনি তাঁর ক্লাসে যোগ দিতে পারেননি।
- The patient had died before the doctor came.ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছিলেন।
- We work hard so that we can succeed in life.আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা জীবনে সফল হতে পারি।
- Karim said that he had not done the work.করিম বলেছিলেন যে তিনি কাজটি করেননি।
3. Correlative Conjunction
কিছু কিছু Conjunction আছে যেগুলো সাধারণত জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, এদের Correlative conjunction বলে।
যেমনঃ
- Though he is rich, yet he is unhappy.যদিও তিনি ধনী, তবুও তিনি অসন্তুষ্ট।
- He is as good as his father.সে তার বাবার মতোই ভাল।
- I have no other friend than you.তুমি ছাড়া আমার আর কোন বন্ধু নেই।