আমরা যারা পিসি ইউজ করি তারা একটা সময় বুঝতে পারি আমাদের কম্পিউটার স্লো হয়ে গেছে।
তখন আমরা ভাবি যে আমাদের র্যামে হয়তো হচ্ছে না তাই আমরা নতুন র্যাম কেনার কথা ভাবি
আজ আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের র্যাম কে ডাবল করা যায়।
আপনার র্যাম যদি ৪ জিবি হয় তা হলে আপনার র্যাম ৮ জিবি এর মতোই কাজ করবে।
আপনাকে আর নতুন র্যাম কেনার কথা ভাবতে হবে না এবং আপনার কম্পিউটার হবে সুপার ফাস্ট এবং আপনার পিসিতে গেম , ভিডিও এডিটিং এবং ফটোশপ সিসি এর কাজ করতে পারবেন কোনো হ্যাং ছাড়া।
আমরা এই কাজটি করবো ভার্চুয়াল র্যাম বাড়ানোর মাধ্যমে। যা আপনার পিসিতে র্যাম বাড়ছে কিনা আপনি সংখ্যায় দেখতে পাবেন না।
কিন্তু আপনি পিসি ব্যবহার করে বুঝতে পারবেন আপনার কম্পিউটার আগের থেকে অনেক ফাস্ট হয়েছে।
কিভাবে কাজ করে ভার্চুয়াল র্যামঃ
আপনার হার্ডডিস্কের ফ্রী জায়গা র্যাম হিসেবে আলাদা জায়গা রেখে দেওয়ার মাধ্যমে কাজ করে এই ভার্চুয়াল র্যাম। আমরা যখন কম্পিউটার ইউজ করি তখন যদি বেশি র্যাম এর প্রয়োজন হয় তখন আমাদের কম্পিউটার হ্যাং করে অথবা স্লো হয়ে যায়। তাই যখন আমাদের লাগানো র্যাম ফুরায় যায় তখন আপনার কম্পিউটার এই ভার্চুয়াল র্যাম ইউজ করবে যার কারনে আপনার কম্পিউটার আর হ্যাং অথবা স্লো কাজ করবে না।
কিভাবে করবেনঃ
সর্বপ্রথম আপনার র্যাম অনুযায়ী আপনাকে একটা হিসাব করতে হবে।আর এই হিসাবের উপর ভিত্তি করে আপনার র্যাম এর জায়গা হার্ড ডিস্ক থেকে নিয়ে নিবে ভার্চুয়াল র্যাম।
আমি আপনাদের ৪ জিবি এর হিসাব দেখাবো আপনি আপনার পিসিতে যত জিবি র্যাম আছে তার উপর ভিত্তি করে হিসাব করে নিবেন।
কিভাবে হিসাব করবেনঃ
- ১ জিবি ধরা হয় 1024 এম্বি। তবে হিসাব হবে , 1024*4=4096 এটা আপনার 4 জিবি র্যামকে এম্বিতে রুপান্তর করলো।
- আপনার প্রাপ্ত হিসাবের সাথে 1.5 গুন করুন। হিসাব হবে, 4096*1.5=6144 এটা Initial size .
- আবার প্রাপ্ত হিসাবের সাথে 3 গুন করুন। হিসাব হবে, 6144*3= 18432 এটা Maximam size.
কিভাবে সেট করবেনঃ
- প্রথমে উইন্ডোজের সার্চ মেনু থেকে সার্চ করুন Control Panel লিখে এবং ওখান থেকে চলে যান কন্ট্রল প্যানেলে।
- কন্ট্রল প্যানেল থেকে উপরের দিকে ডান পাশে খেয়াল করুন লেখা আছে View By: Category এখান থেকে সিলেক্ট করুন Large icons এবং ওখান থেকে ক্লিক করুন System অপশনে।
- এবার Advanced system settings > তারপর মেনু থেকে Advanced এখানে Performance মেনু এর অধিনের Settings এ ক্লিক করুন।
- দেখবেন নতুন আরেকটি উইন্ডো খুলে গেছে ওখান থেকে Advanced এ ক্লিক করুন।
- Virtual memory মেনু থেকে Change এ ক্লিক করুন।
- দেখবেন আরেকটি উইন্ডো খুলে গেছে এখান থেকে Automatically manage paging file size for all drives Paging file size for each drive এ টিক মার্ক দেওয়া থাকলে আনটিক করে দিন।
- তার নিচে আপনি আপনার পিসি এর সকল ড্রাইভ গুলো দেখেতে পারবেন।আপনার যে ড্রাইভে যথেষ্ট জায়গা আছে ওই ড্রাইভটি সিলেক্ট করুন এবার Custom size এ ক্লিক করুন ।
- এখন আমাদের প্রয়োজন হবে আগের হিসাবটি, Initial size (MB): এর বক্সে (2) নং হিসাবটি বসান এবং Maximum size (MB): এর বক্সে (৩) নং হিসাবটি বসান।
- Set এ ক্লিক করুন তারপর OK ক্লিক করুন এবং তারপর Apply তে ক্লিক করুন।
- সর্বশেষ আপনার পিসিকে রিস্টার্ট করুন।
এখন থেকে আপনার পিসি আগের তুলনায় অনেক ফাস্ট ও স্পিডি হবে।আমার পোস্ট যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাকে হেল্প করবো।আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপুর্ন।
উইকিজানা এর সাথেই থাকুন , আল্লাহ হাফেজ।